Advertisement

ইউটিলিটি

Gold and Silver Price Today: করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় লাগাতার কমছে সোনা, রুপোর দাম!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2021,
  • Updated 5:45 PM IST
  • 1/9

এপ্রিলের শুরু থেকেই আশা জাগাচ্ছিল ঊর্ধ্বমুখী সোনা, রুপোর দর। এপ্রিলের প্রথম তিন সপ্তাহের প্রায় প্রতিদিনই বেড়েছে সোনার দাম। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও।

  • 2/9

মার্চ মাসের অস্থিরতা কাটিয়ে এপ্রিলে এ পর্যন্ত প্রতি ১০ গ্রামে প্রায় ৪ হাজার টাকা বেড়েছে সোনার দাম। এপ্রিলে এ পর্যন্ত প্রতি কেজিতে রুপোর দাম বেড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা! তবে শেষ পাঁচদিন ধরে লাগাতার কমে চলেছে সোনা, রুপোর দর! চলুন জেনে নেওয়া যাক আজ কলকাতায় কত যাচ্ছে সোনা, রুপোর দাম...

  • 3/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: সোমবার ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৭৪৩ টাকা, যা আজ কমে হয়েছে ৪,৭৪০ টাকা।

  • 4/9

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৭ হাজার ৪৩০ টাকা, যা আজ কমে হয়েছে ৪৭ হাজার ৪০০ টাকা।

  • 5/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: সোমবার ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৯৭০ টাকা, যা আজ কমে হয়েছে ৪,৯৬৫ টাকা।

  • 6/9

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৭০০ টাকা, যা আজ কমে হয়েছে ৪৯ হাজার ৬৫০ টাকা।

  • 7/9

এপ্রিলের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল রুপোর দর! এ মাসে এখনও পর্যন্ত রুপোর দাম কেজিতে সাড়ে ৫ হাজার টাকা বেড়েছে। তবে বিগত পাঁচ দিনে ১ কেজি রুপোর বাটের দাম ১,৭০০ টাকা কমেছে।

  • 8/9

গতকাল ১ কেজি রুপোর বাটের দাম ১০০ টাকা কমেছিল। আজও কমেছে রুপোর দর! এপ্রিলের তৃতীয় সপ্তাহের পর থেকেই চূড়ান্ত অস্থিরতা চলছে রুপোর দরে। রুপোর দামে লাগাতার ওঠা-পড়া চলছেই!

  • 9/9

রবিবার ১ কেজি রুপোর বাটের দাম ১০০ টাকা বেড়ে ৬৮,৮০০ টাকা হয়েছিল। সপ্তাহের প্রথম দু’দিনে ফের ২০০ টাকা কমেছে রুপোর দর। আজ আরও ১০০ টাকা দর কমে ১ কেজি রুপোর বাটের দাম ৬৮,৬০০ টাকা হয়েছে।

Advertisement
Advertisement