Advertisement

ইউটিলিটি

Chicken Price in Bengal: টানা ৩ দিন পড়ল দাম, কিলোতে প্রায় ১৫% সস্তা হল চিকেন

Aajtak Bangla
  • 13 Oct 2022,
  • Updated 10:14 AM IST
  • 1/8

উৎসবের মরসুমে মুরগির মাংসের দাম বৃদ্ধির আশঙ্কা করছিলেন সাধারণ মানুষ। তবে লক্ষ্মীপুজোর আগে থেকেই নিম্নমুখী চিকেনের দাম। শেষ ৩-৪ দিন ধরে ক্রমাগত পড়ছে চিকেনের দর। রাজ্যের অধিকাংশ জেলাতেই মাংসের দর এখন কিলোতে ১৮০ টাকার নিচে নেমে গিয়েছে।

  • 2/8

চলতি মাসের শুরু থেকেই মুরগির মাংসের দর ছিল ঊর্ধ্বমুখী। একটা সময় কিলোতে প্রায় ২৩০ টাকায় পৌঁছে গিয়েছিল মুরগির মাংসের দাম। সেখান থেকে বর্তমানে অধিকাংশ জেলাতেই মাংসের দর প্রায় ১০-১৫ শতাংশ কমেছে। চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার (১৩ অক্টোবর, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম...

  • 3/8

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২৪-১৩২ টাকা, চিকেন (কাটা) ১৭০-১৭৫ টাকা কিলো। হাওড়া, উত্তর আর দক্ষিণ ২৪ পরগনায় মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১৮-১২৫ টাকা, চিকেন (কাটা) ১৬৫-১৭০ টাকা কিলো। 

  • 4/8

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১১২-১১৮ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা চিকেনের দাম কিলোতে ১১৫-১২২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫ টাকা কিলো।

  • 5/8

হুগলি আর বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১১২-১১৮ টাকা আর কাটা ১৭০ টাকা কিলো। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কিলোতে ১১৫-১২২ টাকা আর কাটা মাংসের দাম ১৭৫-১৮০ টাকা কিলো।

  • 6/8

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১১২-১২০ টাকা কিলো আর কাটা ১৭০ টাকা কিলো। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কিলো ১১৫-১২২ টাকা আর কাটা ১৭৫ টাকা কিলো।

  • 7/8

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চিকেন গোটা ১২৫-১৩৫ টাকা কিলো আর কাটা ১৮০ টাকা কিলো। কোচবিহারে মুরগির মাংসের দাম (গোটা) প্রতি কিলো ১৩২-১৪০ টাকা আর কাটা ১৯০ টাকা কিলো। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কিলো ১২২-১৩২ টাকা আর কাটা ১৯০ টাকা কিলো।

  • 8/8

শিলিগুড়িতে গোটা চিকেনের দাম কিলোতে ১১৮-১২৫ টাকা আর কাটা মাংসের দাম ১৯০ টাকা কিলো। দার্জিলিংয়ে চিকেন গোটা ১২৫-১৩৫ টাকা কিলো আর কাটা ২০০ টাকা কিলো। আলিপুরদুয়ারে মুরগির মাংস (গোটা) প্রতি কিলো ১২০-১৩০ টাকা আর কাটা মাংস ১৯৫ টাকা কিলো।

Advertisement
Advertisement