Advertisement

ইউটিলিটি

Chicken Price in Bengal: উত্তরবঙ্গে আরও সস্তা মুরগির মাংস! আজ আপনার জেলায় কত?

Aajtak Bangla
  • 24 Jun 2022,
  • Updated 5:59 PM IST
  • 1/9

দু’শো টাকার নিচে নেমে নামছে না চিকেনের দর। চলতি সপ্তাহের শুরুতে রাজ্যের বেশ কিছু জেলাতে মুরগির মাংস কেজিতে ২০০ টাকার নিচে বিক্রি হলেও সপ্তাহের শেষে ফের সামান্য দাম বেড়েছে।

  • 2/9

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশন (WEST BENGAL POULTRY FEDERATION)-এর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত দু’সপ্তাহে উত্তরবঙ্গে চিকেনের দর কেজিতে ২৪০-২৪৫ টাকা কমতে কমতে ২২০-২৩০ টাকায় নেমেছে।

  • 3/9

উত্তরের জেলাগুলোয় চিকেন কিছুটা সস্তা হলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকেই সামান্য বেড়েছে মাংসের দর। চলুন জেনে নেওয়া যাক আজ (২৪ জুন, ২০২২) রাজ্যের কোন জেলায় কত যাচ্ছে চিকেনের দাম (WBPF ব্রয়লার প্রস্তাবিত হার)...

  • 4/9

কলকাতায় মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১৪০-১৪৮ টাকা, মুরগির মাংস (কাটা) ২৩৫ টাকা কেজি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় চিকেন (গোটা) প্রতি কেজি ১৩২-১৩৮ টাকা, মুরগির মাংস (কাটা) ২২০ টাকা কেজি। হাওড়াতেও মুরগির মাংসের দাম গোটা ১৩২-১৩৮ টাকা আর কাটা ২২০ টাকা কেজি।

  • 5/9

পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২৮-১৩৫ টাকা আর কাটা ২১৫ টাকা কেজি। বাঁকুড়া আর পুরুলিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১২৮-১৩৫ টাকা আর কাটা মাংসের দাম ২১৫ টাকা কেজি।

  • 6/9

বর্ধমানে মুরগির মাংসের দাম গোটা ১২৮-১৩৪ টাকা কেজি আর কাটা ২১৫ টাকা কেজি। হুগলিতে চিকেন (গোটা) প্রতি কেজি ১২৯-১৩৫ টাকা আর কাটা ২১৫ টাকা কেজি। নদিয়ায় গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১৩০-১৩০ টাকা আর কাটা মাংসের দাম ২২০ টাকা কেজি।

  • 7/9

বীরভূমে মুরগির মাংসের দাম গোটা ১২৬-১৩২ টাকা কেজি আর কাটা ২১০ টাকা কেজি। মুর্শিদাবাদে চিকেন (গোটা) প্রতি কেজি ১২৮-১৩৪ টাকা আর কাটা ২১৫ টাকা কেজি।

  • 8/9

মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মুরগির মাংসের দাম গোটা ১২৩-১২৯ টাকা কেজি আর কাটা ২০৫ টাকা কেজি। কোচবিহারে মুরগির মাংসের দাম গোটা ১৩১-১৩৭ টাকা কেজি আর কাটা ২২০ টাকা কেজি। জলপাইগুড়িতে চিকেন (গোটা) প্রতি কেজি ১২৩-১২৯ টাকা আর কাটা ২০৫ টাকা কেজি।

  • 9/9

শিলিগুড়িতে গোটা মুরগির মাংসের দাম কেজিতে ১২৭-১৩৫ টাকা আর কাটা মাংসের দাম ২১৫ টাকা কেজি। দার্জিলিংয়ে মুরগির মাংসের দাম গোটা ১৩০-১৪০ টাকা কেজি আর কাটা ২২৫ টাকা কেজি। আলিপুরদুয়ারে চিকেন (গোটা) প্রতি কেজি ১৩১-১৩৭ টাকা আর কাটা মাংস ২২০ টাকা কেজি।

Advertisement
Advertisement