Advertisement

ইউটিলিটি

অনলাইনে আধার কার্ডের ফোন নম্বর বদলাবেন কীভাবে, জানুন বিশদে

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Jul 2021,
  • Updated 1:49 PM IST
  • 1/5

আধার কার্ডের নম্বর পরিবর্তনের জন্য দৌঁড়াতে হয় এনরোলমেন্ট সেন্টারে। কিন্তু সেখানে যাওয়ার ঝক্কি অনেকেই নিতে চান না। অনলাইনেও চাইলে আধার কার্ডের নম্বর পরিবর্তন করা যায়। এর জন্য কিছু সোজা পদক্ষেপ রইল নিম্নলিখিত।

  • 2/5

প্রথমে https://ask.uidai.gov.in/ এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। নতুন যে ফোন নম্বরটি আপনি আধার কার্ডে দিতে চান, সেটি দিতে হবে। 

  • 3/5

এর পাশাপাশি সেখানে captcha কোর্ডটি বসাতে হবে। তারপরেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে পরের ধাপে এগোতে হবে।
 

  • 4/5

সেখানে নিজের নাম, ঠিকানা-সহ যা যা বিবরণ চাইবে তা দিতে হবে।  সবশেষে সেটি সাবমিট করতে হবে। এরপরেই আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন হবে। 

  • 5/5

সব তথ্য সঠিক থাকলে মোবাইলে যে নতুন নম্বরটি দিয়েছেন সেটি আপনার আধার কার্ডে জুড়ে যাবে। ফলে প্যান কার্ড সংযুক্তিকরণ -সহ অন্য কাজে আর সমস্যা পোহাতে হবে না।

Advertisement
Advertisement