Advertisement

ইউটিলিটি

RBI-র সিদ্ধান্তে বাড়ল লোনের কিস্তি, FD-তে সুদ বাড়ায় খানিক স্বস্তি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2022,
  • Updated 1:53 PM IST
  • 1/9

পেট্রোল-ডিজেলের দর বাড়ায় সামগ্রিকভাবে গোটা দেশেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দিন কয়েক আগে আবার রান্নার গ্যাসের সিলিন্ডারও ৫০ টাকা বেড়ে কলকাতায় হাজার টাকা পেরিয়ে গিয়েছে। মধ্যবিত্তের নাভিশ্বাস অবস্থা। এবার তা আরও বাড়ল আরবিআই-র সিদ্ধান্তে। রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ানোর সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে গ্রাহকদের ওপর। গত সপ্তাহে রেপো রেট বাড়ানোর পর এখন পর্যন্ত ৯টি ব্যাঙ্ক সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। আইসিআইসিআই ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি), ব্যাঙ্ক অফ বরোদার মতো বড় ব্যাঙ্কগুলিই নয় স্মল ফিনান্স ব্যাঙ্কও (এসএফবি) সুদের হার বাড়িয়েছে। স্বাভাবিকভাবে বাড়বে মাসিক কিস্তি। সেই সঙ্গে অবশ্য ফিক্সড ডিপোজিটে সুদের হারও বেড়েছে। 
 

  • 2/9

আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)- সবার আগে ঋণের উপর সুদ বাড়িয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। যেদিন রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করেছিল, সেদিনই আইসিআইসিআই ব্যাঙ্কও ঋণের উপর সুদের হার বাড়িয়েছিল। বর্ধিত সুদের হার ৪ মে থেকে কার্যকর হয়েছে। এক্সটার্নাল বেঞ্চমার্ক ঋণের হার বাড়িয়ে ৮.১০ শতাংশ করেছে এই বেসরকারি ব্যাঙ্ক।  ৫ মে থেকে স্থায়ী আমানতের সুদও বাড়ানো হয়েছে। ১৮৫ থেকে ২১০ দিনের জন্য ৩.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ICICI ব্যাঙ্ক।  একইভাবে ২৭১ থেকে ২৮৯ দিনের জন্য গ্রাহকরা এখন ৪ শতাংশ হারে সুদ পাবেন। 
 

  • 3/9

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণের হার (RLLR) ০.৪০ শতাংশ বাড়িয়েছে। ৭ মে থেকে নতুন গ্রাহকদের জন্য এই সুদের হার কার্যকর। পুরনো গ্রাহকদের অবশ্য স্বস্তি দিয়েছে ব্যাঙ্ক। ১ জুন থেকে বর্ধিত হারে কিস্তি দিতে হবে তাঁদের। রেপো রেট লিংকড লেন্ডিং রেট ৬.৫০ থেকে বাড়িয়ে করেছে ৬.৯০ শতাংশ। 

  • 4/9

ব্যাঙ্ক অব বারোদা (Bank Of Baroda)- বারোদার রেপো রেট লিংকড লেন্ডিং রেট (Baroda's Repo-Linked Lending Rate (BRLLR) অন্তর্গত সমস্ত ঋণের সুদের ৫ মে থেকে বেড়ে গিয়েছে। সুদের হার ৬.৯০ শতাংশ করেছে ব্যাঙ্ক অব বারোদা।      
 

  • 5/9

এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)- দেশের বৃহত্তম হাউজিং ফিনান্স কোম্পানি HDFC এবং HDFC ব্যাঙ্কের বিলয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  হোম লোনের জন্য রিটেল প্রাইম লেন্ডিং রেট বাড়িয়েছে এইচডিএফসি। গৃহঋণের হার বেড়েছে ০.৩০ শতাংশ। বর্ধিত সুদের হার আগামী ৯ মে থেকে প্রযোজ্য হবে।
 

  • 6/9

ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)-ইন্ডিয়ান ব্যাঙ্ক গত সপ্তাহে সুদের হার সংশোধন করেছে। সব ধরনের ঋণের জন্য  রেপো রেটের সঙ্গে যুক্ত সুদের হার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৪০ শতাংশ করা হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, নতুন গ্রাহকদের জন্য বর্ধিত সুদের হার ৯ মে থেকে প্রযোজ্য হবে। ১ জুন থেকে বর্ধিত সুদের হারে কিস্তি দিতে হবে পুরনো গ্রাহকদের।
 

  • 7/9

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক  (Kotak Mahindra Bank)- এফডি-তে সুদের হার বাড়িয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কও। ব্যাঙ্ক জানিয়েছে, বর্ধিত সুদের সুবিধা ২ কোটি টাকার কমে সমস্ত স্থায়ী আমানতে মিলবে। বর্ধিত সুদের হার শুক্রবার ৬ মে থেকে কার্যকর হয়েছে। এই ব্যাঙ্কের জনপ্রিয় ৩৯০ দিনের আমানতের সুদের হার ০.৩০ শতাংশ বাড়িয়ে ৫.৫ শতাংশ করা হয়েছে। ২৩ মাসের আমানতের সুদের হার এখন ০.৩৫ শতাংশ বেড়ে ৫.৬ শতাংশ করেছে ব্য়াঙ্ক। ৩৬৪ দিনের আমানতে এখন ৫.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। ৩৬৫ দিন থেকে ৩৮৯ দিনের আমানতে গ্রাহকরা ৫.৪ শতাংশ হারে সুদ পাবেন। ষাটোর্ধ্ব গ্রাহকদের সুবিধা বেশি। গ্রাহকরা সাধারণ গ্রাহকদের তুলনায় প্রতিটি মেয়াদের আমানতের উপর ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন সিনিয়র সিটিজেনরা।
 

  • 8/9

বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)- বন্ধন ব্যাঙ্কও FD-তে সুদের হার বাড়ানোর কথা ঘোষণা করেছে। ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে ১ থেকে ২ বছরের জন্য ০.৫০ শতাংশ সুদের হার বাড়িয়েছে এই ব্যাঙ্ক। বর্ধিত সুদের হার ৪ মে থেকে কার্যকর হয়েছে। ১ বছর থেকে ১৮ মাস পর্যন্ত আগে ৫.২৫ শতাংশ সুদ দিত। এখন ৫.৭৫ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। ১৮ মাস থেকে ২ বছরের জন্য ব্যাঙ্ক ৫.৭৫ শতাংশ হারে সুদ দেবে। প্রবীণ নাগরিকরা ৬.৫০ শতাংশ হারে সুদ পাবেন। 
 

  • 9/9

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক  (Jana Small Finance Bank) এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( (Union Bank Of India)-এই ছোট ফিনান্স ব্যাঙ্কও গ্রাহকদের রেপো রেট বাড়ার সুবিধা দিতে শুরু করেছে। ব্যাঙ্ক FD-এর সুদ ০.২৫ শতাংশ বাড়ানো হয়েছে। বর্ধিত হার ৫ মে থেকে কার্যকর করেছে ব্যাঙ্ক৷  সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বাড়িয়েছে ইউনিয়ন ব্যাঙ্কও। ব্যাঙ্কের জমা আমানতের উপর সুদের হার ০.২০ শতাংশ বাড়িয়ে ৩.১০ শতাংশ করেছে। 
 

Advertisement
Advertisement