Advertisement

ইউটিলিটি

India Post Recruitment: মাধ্যমিক পাশেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি! জানুন সবিস্তারে

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2021,
  • Updated 11:50 AM IST
  • 1/9

আপনি কি মাধ্যমিক পাশ, সাইকেল চালাতে পারেন? চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে মোটা বেতনের সরকারি চাকরির সুবর্ণ সুযোগ!

  • 2/9

প্রচুর শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...

  • 3/9

মোট ১,১৩৭টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)।

  • 4/9

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় অঙ্ক, স্থানীয় ভাষা ও ইংরাজিতে পাশ নম্বর থাকতেই হবে।

  • 5/9

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালাতে জানলেও আবেদন করা যাবে।

  • 6/9

আবেদনকারীর বয়স ৮ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

  • 7/9

৭ এপ্রিল, ২০২১ পর্যন্ত গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদের জন্য আবেদন করা যাবে।

  • 8/9

ছত্তিসগড় সার্কেলের জন্য চলা এই নিয়োগ প্রক্রিয়ায় ৮ মার্চ থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা https://indiapostgdsonline.in লিঙ্কে গিয়ে ৭ এপ্রিলের মধ্যে আবেদন জানাতে পারবেন।

  • 9/9

আবেদন জানানো সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রশন স্লিপ পাবেন। এই নিয়োগ সম্পর্কে আরও জানতে উল্লেখিত লিঙ্কে ক্লিক করুন।

Advertisement
Advertisement