Advertisement

ইউটিলিটি

Indian Navy Recruitment 2021: প্রচুর শূন্যপদ, ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ! বেতন ৬০,০০০ টাকা

Aajtak Bangla
  • 02 Jul 2021,
  • Updated 12:59 PM IST
  • 1/9

ইঞ্জিনিয়ারিংয়ে B.E অথবা B.Tech উত্তীর্ণদের জন্য সুবর্ণ সুযোগ! একাধিক শূন্যপদে আইটি কর্মী নিয়োগ করছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ সম্পর্কে জেনে নিন আরও খুঁটিনাটি তথ্য...

  • 2/9

মোট ৪৫টি শূন্যপদে আইটি বিভাগীয় কর্মী নিয়োগ করছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। এর জন্য ইতিমধ্যেই আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

  • 3/9

আইটি বিভাগীয় কর্মী হিসাবে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার সায়েন্সে অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইনফর্মেশন টেকনোলজি শাখায় অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ উত্তীর্ণ হতে হবে।

  • 4/9

কম্পিউটার সায়েন্স অথবা ইনফর্মেশন টেকনোলজিতে ৬০ শতাংশ নম্বর-সহ MCA বা M.Tech উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।

  • 5/9

যাঁদের জন্ম ২ জানুয়ায়ী ১৯৯৭ থেকে ১ জুলাই ২০০২ এর মধ্যে, শুধুমাত্র তাঁরাই আইটি বিভাগীয় কর্মী হিসাবে আবেদন করতে পারবেন। এই পদে নিযুক্তদের মাসিক বেতন হবে ২২ থেকে ৬০ হাজার টাকা।

  • 6/9

নিয়োগের পদ্ধতি: আইটি বিভাগীয় কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর B.E অথবা B.Tech অথবা MCA বা M.Tech পরীক্ষায় পাওয়া নম্বরের পাশাপাশি, নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও শারীরিক পরীক্ষায় সফল হতে হবে।

  • 7/9

আবেদনের পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে ভারতীয় নৌসেনার (Indian Navy) অফিসিয়াল ওয়েবসাইটে (www.joinindiannavy.gov.in) গিয়ে।

  • 8/9

আবেদনের রেজিস্ট্রেশনের পর আবেদনকারীরা একটি স্লিপ পাবেন। এটি নিয়োগের পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে। 

  • 9/9

এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ভারতীয় নৌসেনার (Indian Navy) অফিসিয়াল ওয়েবসাইট (www.joinindiannavy.gov.in) থেকেই।

Advertisement
Advertisement