Advertisement

ইউটিলিটি

আর করমুক্ত নয় Provident Fund! নতুন নিয়মে কাদের PF করের আওতায়? জেনে নিন

সুদীপ দে
  • 02 Feb 2021,
  • Updated 2:55 PM IST
  • 1/6

এ বারের বাজেটে কর ছাড়ের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি। এর উপরেই মধ্যবিত্তের চিন্তা বাড়িয়েছে Provident Fund-এর ক্ষেত্রে কেন্দ্রের নয়া নিয়ম। কারণ, আর করমুক্ত নয় Provident Fund! Provident Fund-এ প্রাপ্ত সুদের উপর এ বার কর দিতে হবে জন সাধারণকে।

  • 2/6

নতুন নিয়মে Provident Fund-এ বার্ষিক ২.৫ লক্ষের বেশি সঞ্চয়ের ক্ষেত্রে সুদ বাবদ আয়ের উপর করের বোঝা চাপতে চলেছে। সোমবার বাজেট বক্তৃতায় (Budget 2021) এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)।

  • 3/6

বর্তমানে পিএফ সুদে সরকারকে কোনও রকম কর দিতে হয় না। এই কারণেই EPF-এ টাকা রাখেন অনেকে। তাছাড়া, Provident Fund-এর জমা টাকার উপর ৮.৫ শতাংশ সুদ দেয় কেন্দ্র। এ বার এই সুদের অঙ্কের উপরেই কর দিতে হবে। ফলে কর ছাড়ের (Tax Exemptions) সুবিধা এই বাজেটের পর সংকুচিত হচ্ছে।

  • 4/6

কাদের Provident Fund-এর জমা টাকার উপর এই কর দিতে হবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের প্রতিমাসে Provident Fund-এ ২০,৮৩৩ টাকার বেশি অর্থ জমা পড়ে, তাঁদের এই কর দিতে হবে।

  • 5/6

Provident Fund-এ বার্ষিক ২.৫ লক্ষের বেশি সঞ্চয়ের অর্থ হল, মাসিক মূল বেতন (basic monthly salary) ১.৭৩ লাখ টাকা বা তার বেশি। সুতরাং, যাঁদের মাসিক মূল বেতন ১.৭৩ লাখ টাকা বা তার বেশি, তাঁদেরই Provident Fund-এর জমা টাকার উপর এই কর দিতে হবে।

  • 6/6

নির্মলা সীতারমনের (Nirmala Sitaraman) বাজেটে ৭৫ ঊর্ধ্ব প্রৌঢ়দের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, পেনশন নির্ভর ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রৌঢ়-প্রৌঢ়াদের আর আয়কর রিটার্ন জমা করতে হবে না। শুধু তাই নয়, শেয়ার ডিভিডেন্ড থেকেও কোনও TDS কাটা হবে না।

Advertisement
Advertisement