Advertisement

ইউটিলিটি

International Women's Day: নিরাপদ আশ্রয়! মহিলা-পরিচালিত এই গ্রামে পুরুষের প্রবেশ নিষেধ

সুদীপ দে
  • 08 Mar 2021,
  • Updated 1:13 PM IST
  • 1/8

আজ বিশ্ব নারীদিবস (International Women's Day)। এই উপলক্ষে আজ নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে কেনিয়ার (Kenya) একটি ছোট্ট গ্রাম উমোজা (Umoja)।

 

ছবি: Getty

  • 2/8

কেনিয়ার এই উমোজা (Umoja) গ্রামে পুরুষদের বসবাস করা তো দূরের কথা, প্রবেশও নিষিদ্ধ! কেন, কী ভাবে এমন অদ্ভুত নিয়ম চালু হল এই গ্রামে, চলুন জেনে নেওয়া যাক...


ছবি: Getty

  • 3/8

উমোজা (Umoja) গ্রামে গড়ে ওঠা জনবসতির বয়স মাত্র ৩০-৩১ বছর। ১৯৯০ সালে ১৫ জন ধর্ষিণ ও পারিবারিক নির্যাতনের শিকার হওয়া মহিলার উদ্যোগে এই জনবসতি গড়ে ওঠে।

 

ছবি: Getty

  • 4/8

পরবর্তীকালে উমোজার (Umoja) পার্শ্ববর্তী এলাকা থেকেও সামাজিক ও পারিবারিক ভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়া মহিলারা একে একে এখানে এসে বসবাস করা শুরু করেন। ২০১৫ সালে এই গ্রামে বসবাসকারী মহিলারদের সংখ্যা দাঁড়ায় ৪৭-এ।

 

ছবি: Getty

  • 5/8

ক্ষুদ্র জনপদ গড়ে ওঠার তিন দশক পেরিয়ে উমোজা (Umoja) গ্রাম এখন মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল! এই উমোজা (Umoja) গ্রামের প্রত্যেক মহিলাই স্বনির্ভর। মূলত ক্ষুদ্র ও কূটির শিল্পই এই গ্রামের সকল সদস্যের উপার্জনের একমাত্র উপায়।

 

ছবি: Getty

  • 6/8

উমোজা (Umoja) গ্রামের মহিলাদের তৈরি রঙিন পুঁতির গয়না বর্তমানে সারা বিশ্বেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক এই উমোজা গ্রামে ছুটে আসেন এই সমস্ত প্রত্যয়ী, স্বনির্ভর মহিলাদের দেখার জন্য। উমোজায় আসা পর্যটকদের থেকে উপার্জিত প্রবেশমূল্যের যৎসামান্য অর্থকেও গ্রাম উন্নয়নের কাজেই লাগান এই মহিলারা।

 

ছবি: Getty

  • 7/8

প্রতি বছরই নিয়ম করে উমোজা (Umoja) গ্রামের পরিচালনার দায়িত্বভার ঘুরিয়ে ফিরিয়ে পান নতুন সদস্যরা। প্রতি বছর দু’জন করে প্রতিনিধি গ্রাম পরিচালনা দায়িত্বে থাকেন।

 

ছবি: Getty

  • 8/8

বর্তমানে তিন দশক পেরিয়ে এই উমোজা (Umoja) গ্রামে শিশু-সহ মোট ৪০০ জনের বাস। ছোটদের পড়াশোনা থেকে সংসার চালানোর যাবতীয় দায়িত্ব সামলে চলেছেন গ্রামের মহিলারাই। বিশ্ব নারীদিবসে (International Women's Day) ব্যাতিক্রমী হিসাবে উমোজার (Umoja) বাসিন্দারা পথ দেখাচ্ছেন বিশ্বের লক্ষ লক্ষ নির্যাতিত মহিলাদের।

 

ছবি: Getty

Advertisement
Advertisement