Advertisement

ইউটিলিটি

Keeway K300 SF: অ্যাপাচের নতুন কম্পিটিটর? ৬০ হাজার টাকা কম দামে এল এই স্টাইলিশ বাইক

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2025,
  • Updated 11:55 AM IST
  • 1/10

হাঙ্গেরির টু-হুইলার সংস্থা Keeway ভারতের বাজারে বিক্রি বাড়ানোর চেষ্টা করছে। আর সেই চেষ্টায় তাদের নতুন সংযোজন K300 SF স্ট্রিট ফাইটার বাইক। 
 

  • 2/10

উল্লেখযোগ্য বিষয়টি হল, বাজারে অন্য ৩০০ সিসির বাইকের তুলনায় কম দাম এই মডেলের। বাইকের দাম ১.৬৯ লক্ষ টাকা(এক্স-শোরুম)। 

  • 3/10

সংস্থা জানিয়েছে, আপাতত প্রথম ১০০ জন ক্রেতাকেই এই ইন্ট্রোডাক্টরি প্রাইস দেওয়া হবে। ইতিমধ্যেই বাজারে K300N আছে। তারই আপগ্রেডেড ভার্সান এটি। 

  • 4/10

এই কনফিগারেশন সেগমেন্টে অ্যাপাচে সবচেয়ে বড় কম্পিটিশন। আর তার থেকে এর দাম অনেকটাই কম রেখেছে Keeway।

  • 5/10

Keeway K300 SF-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন-সহ অন্য সব কম্পোনেন্ট আগের মডেলের মতোই আছে। রয়েছে LED লাইট এবং ডিজিটাল কনসোল।

  • 6/10

থাকছে ২৯২.৪ সিসি পাওয়ারের সিঙ্গেল সিলিন্ডার লিক্যুইড কুলড ইঞ্জিন। এটি ২৭.১ hp পাওয়ার এবং ২৫ Nm টর্ক জেনারেট করে।

  • 7/10

আগের থেকে এবারের মডেলে ইঞ্জিন আরও বেশি ফাইন টিউন করা হয়েছে। থাকছে স্লিপার ক্লাচ-সহ সিক্স-স্পিড গিয়ারবক্স। এছাড়া ১৭ ইঞ্চি অ্যালয় হুইলও রয়েছে। 

  • 8/10

বাইকের সামনের দিয়ে আপ-সাইড ডাউন(USD) ফর্ক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার পাবেন। 

  • 9/10

লাল, কালো এবং সাদা রঙের অপশন পাবেন। দেখতে নিঃসন্দেহে আকর্ষণীয়।

  • 10/10

এই সেগমেন্টে TVS অ্যাপাচে ছাড়াও KTM Duke এই বাইকের মূল কম্পিটিশন। 

Advertisement
Advertisement