Advertisement

ইউটিলিটি

Kolkata Metro Rail: আজ থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালু করল কলকাতা মেট্রো রেল!

সুদীপ দে
  • 05 Jul 2021,
  • Updated 11:04 AM IST
  • 1/8

সোমবার সকাল থেকে ৪৫ জোড়া বিশেষ ট্রেন চালানো শুরু করল কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)! এমনিতে কবি সুভাষ এবং দমদমের মধ্যে সারাদিনে ২৪৪টি ট্রেন চলে। তবে কোভিড বিধি-নিষেধের এই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

  • 2/8

রবিবার পর্যন্ত সারাদিনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬২টি (৩১ জোড়া) ট্রেন চালিয়েছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)! সেই সংখ্যা বাড়িয়ে আজ সকাল থেকে ৯০টি বিশেষ ট্রেন চালানো শুরু করল কলকাতা মেট্রো রেল।

  • 3/8

কাদের জন্য চালানো হচ্ছে এই ৯০টি বিশেষ ট্রেন? মূলত, মেট্রো রেলের (Kolkata Metro Rail) কর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ট্রেন চালানো হচ্ছে। করোনার বিধি-নিষেধের জন্য জনসাধারণের জন্য এখনও বন্ধ মেট্রো রেলের পরিষেবা।

  • 4/8

বাড়তি ট্রেন চালু হওয়ার পরই কলকাতা মেট্রো রেলের সময়সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। গত শনিবারই বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

  • 5/8

গত শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে সাড়ে ৮টায় আর রাতে সাড়ে ১১টায় কবি সুভাষ  এবং দক্ষিণেশ্বর থেকে ট্রেন যেমন ছাড়়ে, তেমনই ছাড়বে।

  • 6/8

প্রথম দফায় সকাল সাড়ে ৮টা থেকে দিনের ব্যস্ত সময়ে ৮ মিনিট পর পর মিলবে ট্রেন, আগে যা ১১-১২ মিনিট অন্তর মিলত।

  • 7/8

দ্বিতীয় দফায় বিকেল ৩টে ৪৫ মিনিট থেকে ফের দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে মেট্রো চলাচল শুরু হবে।

  • 8/8

দ্বিতীয় দফার পরিষেবায় দিনের শেষ মেট্রো সন্ধে সাড়ে ৬টার পরিবর্তে ৭টায় ছাড়বে। রবিবার পুরনো নিয়মেই বন্ধ থাকবে মেট্রো রেলের পরিষেবা।

Advertisement
Advertisement