করোনার ধাক্কায় টালমাটাল হয়েছে গোটা দুনিয়ার অর্থনীতি। খরচ বেড়েছে নানা ক্ষেত্রের। গত কয়েক বছরে মহার্ঘ হয়েছে উচ্চশিক্ষাও। ছেলেমেয়ের পড়াশুনোর খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন মা-বাবা। তার উপরে মেয়ের বিয়ের খরচও রয়েছে। ফলে ছেলেমেয়ে ছোট থাকতেই বিনিয়োগ (Investment Planning for Children) শুরু করে দিন। আর সেই সুযোগ দিচ্ছে এলআইসি (LIC)।
এলআইসি-র গ্য়ারান্টি রিটার্ন প্রকল্প- এলআইসি জীবন তরুণ প্ল্যান (LIC Jeevan Tarun Plan)।
এটি শিশুদের জন্য এলআইসি জীবন তরুণ নন-লিংকড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল জীবন বিমা সেভিংস প্ল্যান। উচ্চশিক্ষার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই প্ল্যান।
এই বিমার জন্য শিশুদের বয়স অন্তত ৯০ দিন হওয়া উচিত। অনধিক আয়ু ১২ বছর। ফলে কম বয়স থেকে বিনিয়োগ করতে পারবেন অভিভাবকরা।
শিশুর বয়স ২৫ বছর হলে পলিসি ম্যাচিওর হয়। এই বিমা পলিসিতে রাইডারও নেওয়া যেতে পারে।
বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক প্রিমিয়াম দিতে পারেন। নিজের বেতন থেকে নির্ধারিত সময়ে টাকা কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে।
কোনও কারণে বার্ষিক প্রিমিয়াম দিতে ভুল হলে ৩০ দিনের অতিরিক্ত সময় পাবেন। মাসিক প্রিমিয়াম মিস হলে ১৫ দিনের সময় মিলবে।
২৫ বছর বয়সে ম্যাচিওর হবে এই স্কিম। তখন মিলবে ডবল বোনাস। কমপক্ষে ৭৫ হাজার টাকার পলিসি করতে পারেন। সর্বাধিক সীমা নেই।