Advertisement

ইউটিলিটি

ছেলেমেয়ের উচ্চশিক্ষায় দারুণ প্ল্যান LIC-র, মেয়াদ শেষে ডবল বোনাস

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Jan 2022,
  • Updated 4:33 PM IST
  • 1/8

করোনার ধাক্কায় টালমাটাল হয়েছে গোটা দুনিয়ার অর্থনীতি। খরচ বেড়েছে নানা ক্ষেত্রের। গত কয়েক বছরে মহার্ঘ হয়েছে উচ্চশিক্ষাও। ছেলেমেয়ের পড়াশুনোর খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন মা-বাবা। তার উপরে মেয়ের বিয়ের খরচও রয়েছে। ফলে ছেলেমেয়ে ছোট থাকতেই বিনিয়োগ (Investment Planning for Children) শুরু করে দিন। আর সেই সুযোগ দিচ্ছে এলআইসি (LIC)।

  • 2/8

এলআইসি-র গ্য়ারান্টি রিটার্ন প্রকল্প- এলআইসি জীবন তরুণ প্ল্যান (LIC Jeevan Tarun Plan)। 

  • 3/8

এটি শিশুদের জন্য এলআইসি জীবন তরুণ নন-লিংকড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল জীবন বিমা সেভিংস প্ল্যান। উচ্চশিক্ষার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই প্ল্যান। 

  • 4/8

এই বিমার জন্য শিশুদের বয়স অন্তত ৯০ দিন হওয়া উচিত। অনধিক আয়ু ১২ বছর। ফলে কম বয়স থেকে বিনিয়োগ করতে পারবেন অভিভাবকরা। 

  • 5/8

শিশুর বয়স ২৫ বছর হলে পলিসি ম্যাচিওর হয়। এই বিমা পলিসিতে রাইডারও নেওয়া যেতে পারে।

  • 6/8

বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক প্রিমিয়াম দিতে পারেন। নিজের বেতন থেকে নির্ধারিত সময়ে টাকা কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে। 

  • 7/8

কোনও কারণে বার্ষিক প্রিমিয়াম দিতে ভুল হলে ৩০ দিনের অতিরিক্ত সময় পাবেন। মাসিক প্রিমিয়াম মিস হলে ১৫ দিনের সময় মিলবে। 

  • 8/8

২৫ বছর বয়সে ম্যাচিওর হবে এই স্কিম। তখন মিলবে ডবল বোনাস। কমপক্ষে ৭৫ হাজার টাকার পলিসি করতে পারেন। সর্বাধিক সীমা নেই।       

Advertisement
Advertisement