বর্তমানে পয়তাল্লিশের বেশি বয়সীদেরও করোনার টিকাকরণ চলছে! জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাকরণ পর্ব শুরু হলেও অধিকাংশ মানুষই এখনও টিকা পাননি। কারণ, যাঁদের বয়স পয়তাল্লিশের কম, তাঁদের করোনার টিকাকরণের কেন্দ্রীয় ছাড়পত্র মেলেনি।
তবে এবার দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে ১ মে, ২০২১। কারণ, ওই দিন থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে ১৮ বছর বা তার বেশি বয়সীদের করোনার টিকাকরণ! অর্থাৎ, ১ মে থেকেই দেশের অধিকাংশ নাগরিক করোনার টিকা নিতে পারবেন।
দেশের প্রায় ১০ হাজার সরকারি হাসপাতাল আর ২০ হাজার বেসরকারি হাসপাতাল থেকে চলবে করোনার এই টিকাকরণ প্রক্রিয়া। CoWin অ্যাপের সাহায্যে সহজেই নিকটবর্তী টিকাকেন্দ্র ও টিকা নেওয়ার দিন বেছে নেওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোন কোন হাসপাতাল থেকে নেওয়া যাবে করোনার টিকা...
বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার (B.M. Birla Heart Research Centre), দিসান হসপিটাল অ্যান্ড হার্ট ইনস্টিটিউট (Desun Hospital & Heart Institute)।
নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল (Narayana Superspeciality Hospital, Unit of Meridian Medical Research & Hospital Ltd), নারায়ণ মাল্টি স্পেশালিটি হাসপাতাল (Narayana Multi Specialty Hospital), বিএমআরসি হাসপাতাল (B.M.R.C. Hospitals Ltd.)।
নর্থ সিটি হাসপাতাল অ্যান্ড নিউরো ইনস্টিটিউট (North City Hospital & Neuro Institute Pvt), বিপি পোদ্দার হস্পিতালস অ্যান্ড মেডিকেল রিসার্চ (B. P. Poddar Hospitals & Medical Research Ltd.)।
রেণুকা আই ইনস্টিটিউট: উত্তর ২৪ পরগনা, ২৫/৩ যশোর রোড (দক্ষিণ), ডাকবাংলো মোর, বারাসাত (Renuka Eye Institute: North 24 Paraganas North, 25/3 Jessore Road (S), Dakbanglow More, Barasat)।
সঞ্জীবন হাসপাতাল: সিজবেড়িয়া, উলুবেড়িয়া, হাওড়া (Sanjiban Hospital: Sijberia, Uluberia, Howrah), শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতাল: জলপাইগুড়ি, সেকন্ড মাইল, সেবক রোড, (বিশাল সিনেমার পিছনে) (Siliguri Greater Lions Eye Hospital: Jalpaiguri, 2Nd Mile, Sevoke Road, (Behind Vishal Cinema)।
পিয়ারলেস হসপিটেক্স হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড: পঞ্চসায়ার, কলকাতা (Peerless Hospitex Hospital And Research Center Limited: Panchasayar, Kolkata)।
রুবি জেনারেল হাসপাতাল: কলকাতা (Ruby General Hospital: Kolkata)। এছাড়াও CoWin অ্যাপ থেকে বা সরকারি ওয়েবসাইট থেকে আপনার নীকটবর্তী টিকাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।