করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফকে (Corona Graph) মাথায় রেখে ফের বিধিনিষেধের পথে হাঁটলো রাজ্য সরকার (West Bengal Government)।
আগামিকাল সোমবার থেকে বেশকিছু বিধিনিষেধ জারি করা হচ্ছে রাজ্যে, যার অন্যতম লোকাল ট্রেন। রবিবার রাজ্য সরকারের তরফে জানান হয় যে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন, আর তাও চলবে সন্ধ্যে ৭টা পর্যন্ত।
আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে ১৫ জানুয়ারির পরেও বাড়তে পারে এই বিধিনিষেধ।
এদিকে নয়া এই নিয়মে ফের ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের। প্রসঙ্গত, করোনার প্রথম ও দ্বিতীয় উভয় ঢেউতেই ব্যহত হয় লোকাল ট্রেনের পরিষেবা।
সম্প্রতি গত বছরের অক্টোবর মাসের শেষের দিকে ফের পরিষেবা স্বাভাবিক হয় লোকাল ট্রেনের (Local Train)। কিন্তু তারপর ২ মাস কাতে না কাতেই আবারও বিধিনিষেধ জারি করা হল লোকাল ট্রেনের পরিষেবায়।