Advertisement

ইউটিলিটি

Voter ID Card হারিয়ে গিয়েছে? জেনে নিন কীভাবে ডুপলিকেট কার্ড পাবেন

সুদীপ দে
  • 24 Jan 2021,
  • Updated 11:03 AM IST
  • 1/7

গত ১৫ জানুয়ারি এ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এ বার বাংলায় ২০ লক্ষেরও বেশি নতুন ভোটার যুক্ত হলেও তালিকা থেকে প্রায় ৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এ রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১।

  • 2/7

পশ্চিমবঙ্গে এ বার নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ ৪৫ হাজার ৫৯৩। এ রাজ্যে মোট বিশেষ ভাবে সক্ষম ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৬৪ হাজার। অশীতিপর ভোটারের সংখ্যা প্রায় ২৪ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা দেড় হাজারেরও বেশি।

  • 3/7

ফেব্রুয়ারির শুরুতেই ঘোষণা হতে পারেন ভোটের দিন ক্ষণ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫ লক্ষ ৯৯ হাজার ৯২১ নাম। আপনার Voter ID কার্ড হাতের কাছে আছে তো! যদি Voter ID কার্ড হারিয়ে গিয়ে থাকে, তাহলে উদ্বিগ্ন না হয়ে জেনে কী ভাবে ডুপলিকেট কার্ড পাওয়ার পদ্ধতি...

  • 4/7

প্রথমে নির্বাচন কমিশনের এই http://ceowestbengal.nic.in ওয়েবসাইটে গিয়ে EPIC-002 ফর্মের কপি ডাউনলোড করতে হবে।

  • 5/7

এ বার EPIC-002 ফর্মটি প্রয়োজনীয় যাবতীয় তথ্যদিয়ে পূরণ করতে হবে। ফর্মে আবেদনকারীর নাম, ঠিকানা, FIR-এর কপি আর অন্যান্য জরুরি তথ্য দিতে হবে। এর পর ফর্মে প্রদত্ত তথ্যের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে নির্দিষ্ট অংশে আপলোড করতে হবে।

  • 6/7

এই EPIC-002 ফর্মটি সাবমিক করার পর একটি রেফারেন্স নম্বর পাবেন যা ডুপলিকেট কার্ডের আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে কাজে লাগবে।

  • 7/7

আপনার আবেদনপত্র যাচাই করার পর আবেদনকারীকে তাঁর নথিভূক্ত করা মোবাইল নম্বর ও ই-মেল আইডিতে জানান হবে। ডুপ্লিকেট Voter ID কার্ড তৈরি হয়ে গেলে স্থানীয় নির্বাচনী অফিসে সেটি পৌঁছে যাবে। ওই অফিস থেকে ডুপ্লিকেট Voter ID কার্ড সংগ্রহ করতে হবে।

Advertisement
Advertisement