Advertisement

ইউটিলিটি

Budget 2021: কেন্দ্রীয় বাজেটের খুঁটিনাটি, নির্ভুল তথ্য পেতে চান! ডাউনলোড করুন এই অ্যাপ

সুদীপ দে
  • 24 Jan 2021,
  • Updated 12:27 PM IST
  • 1/7

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় তাঁর বাজেট ভাষণ পেশ করবেন। স্বাধীনতার পর এই প্রথম দেশের কেন্দ্রীয় সাধারণ বাজেট (Union Budget 2021) ‘পেপারলেস’ পদ্ধতিতে হতে চলেছে। অর্থাৎ, ২০২১-এর বাজেট কোনও কাগজে ছাপা হবে না।

  • 2/7

এমনিতে কেন্দ্রীয় বাজেট প্রতি বছর অর্থ মন্ত্রকের নিজস্ব প্রেসেই ছাপা হয়ে থাকে। অন্তত ১০০ জন কর্মী প্রায় দু'সপ্তাহ যাবৎ রাত-দিন জেগে এই সাধারণ বাজেট (Union Budget 2021) ছাপার কাজ করেন।

  • 3/7

এই গোটা কর্মকাণ্ডের সূচনা হয় হালুয়া উৎসবের মাধ্যমে। এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) ‘পেপারলেস’ পদ্ধতিতে হলেও শনিবার প্রথা মেনে হালুয়া উৎসবের মাধ্যমেই নর্থ ব্লকে এর সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

  • 4/7

নর্থ ব্লকের হালুয়া উৎসবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অর্থ সচিব অজয় ভূষণ পাণ্ডে-সহ অর্থ মন্ত্রকের উচ্চ পদস্থ কর্তারা।

  • 5/7

এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) যেমন ‘পেপারলেস’ পদ্ধতিতে হচ্ছে, তেমনই এই বাজেটের যাবতীয় তথ্য এ বার আরও সহজে দেশের সাধারণ মানুষের হাতে মুঠোয় চলে আসবে। কারণ, বাজেটের আগে হালুয়া উৎসবের দিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি স্মার্ট অ্যাপ লঞ্চ করেছে।

  • 6/7

এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) সংক্রান্ত যাবতীয় তথ্য দেশের সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে দিতে এ দিন Union Budget Mobile App লঞ্চের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

  • 7/7

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় তাঁর বাজেট ভাষণ পেশ শেষ করার পরই এই সংক্রান্ত সমস্ত নথি Union Budget Mobile App-এ আপলোড করে দেওয়া হবে। বাজেট সংক্রান্ত মোট ১৪টি গুরুত্বপূর্ণ নথি এই অ্যাপের সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement