১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় তাঁর বাজেট ভাষণ পেশ করবেন। স্বাধীনতার পর এই প্রথম দেশের কেন্দ্রীয় সাধারণ বাজেট (Union Budget 2021) ‘পেপারলেস’ পদ্ধতিতে হতে চলেছে। অর্থাৎ, ২০২১-এর বাজেট কোনও কাগজে ছাপা হবে না।
এমনিতে কেন্দ্রীয় বাজেট প্রতি বছর অর্থ মন্ত্রকের নিজস্ব প্রেসেই ছাপা হয়ে থাকে। অন্তত ১০০ জন কর্মী প্রায় দু'সপ্তাহ যাবৎ রাত-দিন জেগে এই সাধারণ বাজেট (Union Budget 2021) ছাপার কাজ করেন।
এই গোটা কর্মকাণ্ডের সূচনা হয় হালুয়া উৎসবের মাধ্যমে। এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) ‘পেপারলেস’ পদ্ধতিতে হলেও শনিবার প্রথা মেনে হালুয়া উৎসবের মাধ্যমেই নর্থ ব্লকে এর সূচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নর্থ ব্লকের হালুয়া উৎসবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর, অর্থ সচিব অজয় ভূষণ পাণ্ডে-সহ অর্থ মন্ত্রকের উচ্চ পদস্থ কর্তারা।
এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) যেমন ‘পেপারলেস’ পদ্ধতিতে হচ্ছে, তেমনই এই বাজেটের যাবতীয় তথ্য এ বার আরও সহজে দেশের সাধারণ মানুষের হাতে মুঠোয় চলে আসবে। কারণ, বাজেটের আগে হালুয়া উৎসবের দিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক একটি স্মার্ট অ্যাপ লঞ্চ করেছে।
এ বারের সাধারণ বাজেট (Union Budget 2021) সংক্রান্ত যাবতীয় তথ্য দেশের সাধারণ মানুষের হাতে সহজে পৌঁছে দিতে এ দিন Union Budget Mobile App লঞ্চের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় তাঁর বাজেট ভাষণ পেশ শেষ করার পরই এই সংক্রান্ত সমস্ত নথি Union Budget Mobile App-এ আপলোড করে দেওয়া হবে। বাজেট সংক্রান্ত মোট ১৪টি গুরুত্বপূর্ণ নথি এই অ্যাপের সাহায্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার।