Advertisement

ইউটিলিটি

Flomic Global Logistic : রিটার্ন দিয়েছে ১১, ৬৬৪ শতাংশ, মানে ১ লক্ষ টাকা রেখে পেয়েছেন ১ কোটি ১৭ লক্ষ

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 02 Jan 2022,
  • Updated 11:49 AM IST
  • 1/10

Flomic Global Logistic: ২০২১ সালে একটি সংস্থার শেয়ার বাম্পার রিটার্ন দিয়েছে। সেই অঙ্ক শুনলে সত্যি চমকে যেতে হবে। 

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

  • 2/10

একটি লজিস্টিক কোম্পানি সেটি। রিটার্ন দিয়েছে ১১,৬০০ শতাংশ বেশি। মানে যাঁরা সেখানে লগ্নি করেছেন, তাঁরা মালামাল হয়ে গিয়েছেন।

আরও পড়ুন: কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন

  • 3/10

সেটি হল ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক (Flomic Global Logistic)। এক বছর আগেও মাত্র ১ টাকা ৫৩ পয়সায় বিকিয়েছে তার শেয়ার। তবে কিছুদিনের মধ্যে খেলা পাল্টে গিয়েছে। সেটির দাম ১৮০ টাকা হয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: '২৯ টাকার জিনিসটা পেলাম না!' Mio Amore অফার Viral, মিমে ছড়াছড়ি

  • 4/10

সারা বছর সেটি (Flomic Global Logistic) ১১,৬৬৪ শতাংশ বেড়েছে। আর বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।

আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা

  • 5/10

হিসেব বলছে, ওই শেয়ারে কেউ সারা বছর ১ লক্ষ টাকা রাখলে তারা ১ কোটি ১৭ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন। 

আরও পড়ুন: তিনি ছেলে না মেয়ে, জানেই না দল, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর

  • 6/10

বাজার বিশেষজ্ঞদের মতে, পেনি স্টকে বিনিয়োগ করা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। কেমন রিটার্ন দেবে, আদৌ লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকে। সারা দেশে এই সংস্থা (Flomic Global Logistic)-র গ্রাহক রয়েছেন। 

আরও পড়ুন: দলের বৈঠকে গরহাজির কেন? নুসরত-মিমিকে শোকজ

  • 7/10

এমনই ব্য়াপার ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক (Flomic Global Logistic)-এরও। জুলাই-সেপ্টেম্বরে তার লাভ ১৭.৬৫ শতাংশ কমেছিল। 

 

  • 8/10

দেখা যাচ্ছে, ২০২০ সালের ৮ ডিসেম্বর সেটির দাম ছিল ১ টাকা ৫৩ পয়সা। বছর ঘুরতে তা হয়েছে ১৮০ টাকা। 

  • 9/10

২০২০ সালের শুরু থেকে সেটি ৯,২৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের অক্টোবরে সেটি ২১৬ টাকা ছুঁয়েছিল। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের ৮ তারিখে সবথেকে কম দামে। ৫৩৫ পাবলিক শেয়ারহোল্ডার ৫২.২০ লক্ষ শেয়ার কিনেছেন। 

 

  • 10/10

এটি (Flomic Global Logistic) একটি লজিস্টিক কোম্পানি। অয়্য়ারহাউজ ডিস্ট্রিবিউশন, ফ্রেইট ফরওয়ার্ডিং, কাস্টম ব্রোকিং, কার্গো, কনসলিডেশন, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন এবং কান্ট্রি ট্রেড সার্ভিসেসের কাজ করে। 

Advertisement
Advertisement