Flomic Global Logistic: ২০২১ সালে একটি সংস্থার শেয়ার বাম্পার রিটার্ন দিয়েছে। সেই অঙ্ক শুনলে সত্যি চমকে যেতে হবে।
একটি লজিস্টিক কোম্পানি সেটি। রিটার্ন দিয়েছে ১১,৬০০ শতাংশ বেশি। মানে যাঁরা সেখানে লগ্নি করেছেন, তাঁরা মালামাল হয়ে গিয়েছেন।
আরও পড়ুন: কালো পোশাকে মোহময়ী Esha Gupta, ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন
সেটি হল ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক (Flomic Global Logistic)। এক বছর আগেও মাত্র ১ টাকা ৫৩ পয়সায় বিকিয়েছে তার শেয়ার। তবে কিছুদিনের মধ্যে খেলা পাল্টে গিয়েছে। সেটির দাম ১৮০ টাকা হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: '২৯ টাকার জিনিসটা পেলাম না!' Mio Amore অফার Viral, মিমে ছড়াছড়ি
সারা বছর সেটি (Flomic Global Logistic) ১১,৬৬৪ শতাংশ বেড়েছে। আর বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট কাটুন ঘরে বসে, চালু QR Code পরিষেবা
হিসেব বলছে, ওই শেয়ারে কেউ সারা বছর ১ লক্ষ টাকা রাখলে তারা ১ কোটি ১৭ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন।
আরও পড়ুন: তিনি ছেলে না মেয়ে, জানেই না দল, বিস্ফোরক অভিযোগ BJP প্রার্থীর
বাজার বিশেষজ্ঞদের মতে, পেনি স্টকে বিনিয়োগ করা নিয়ে অনেকেই সংশয়ে থাকেন। কেমন রিটার্ন দেবে, আদৌ লাভ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকে। সারা দেশে এই সংস্থা (Flomic Global Logistic)-র গ্রাহক রয়েছেন।
আরও পড়ুন: দলের বৈঠকে গরহাজির কেন? নুসরত-মিমিকে শোকজ
এমনই ব্য়াপার ফ্লোমিক গ্লোবাল লজিস্টিক (Flomic Global Logistic)-এরও। জুলাই-সেপ্টেম্বরে তার লাভ ১৭.৬৫ শতাংশ কমেছিল।
দেখা যাচ্ছে, ২০২০ সালের ৮ ডিসেম্বর সেটির দাম ছিল ১ টাকা ৫৩ পয়সা। বছর ঘুরতে তা হয়েছে ১৮০ টাকা।
২০২০ সালের শুরু থেকে সেটি ৯,২৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের অক্টোবরে সেটি ২১৬ টাকা ছুঁয়েছিল। আর ২০২০ সালের ডিসেম্বর মাসের ৮ তারিখে সবথেকে কম দামে। ৫৩৫ পাবলিক শেয়ারহোল্ডার ৫২.২০ লক্ষ শেয়ার কিনেছেন।
এটি (Flomic Global Logistic) একটি লজিস্টিক কোম্পানি। অয়্য়ারহাউজ ডিস্ট্রিবিউশন, ফ্রেইট ফরওয়ার্ডিং, কাস্টম ব্রোকিং, কার্গো, কনসলিডেশন, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন এবং কান্ট্রি ট্রেড সার্ভিসেসের কাজ করে।