করোনার অতিমারীর ফলে ব্যাঙ্কিং পরিষেবা বিঘ্নিত হওয়া, পর্যাপ্ত কর্মীর উপস্থিতির অভাব ইত্যাদি সমস্যার কারণে দেশে ডিজিটাল লেনদেন অত্যাধিক বৃদ্ধি হয়েছে।
ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে দেশের ২৮টি রাজ্যে লকডাউন চলছে। ব্যাঙ্কের শাখায় পরিষেবা মিলছে সীমিত সময়ের জন্য। ফলে দেশজুড়ে ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে আগামী ২৩ মে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। ফলে ওই দীর্ঘ সময়ে ওই বিশেষ প্ল্যাটফর্ম থেকে ডিজিটাল লেনদেন করা যাবে না।
সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক টুইট করে জানিয়েছে, আগামী ২৩ মে টানা ১৪ ঘণ্টা বন্ধ থাকবে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT) পরিষেবা। সিস্টেম আপগ্রেড করার জন্যই এই ১৪ ঘণ্টা বন্ধ রাখা হবে NEFT পরিষেবা।
বলে রাখা ভাল, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT)-এর মাধ্যমে দেশের যে কোনও ব্যাঙ্কের শাখায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই টাকা ট্রান্সফার করতে পারেন গ্রাহক।
রিজার্ভ ব্যাঙ্ক টুইট করে জানিয়েছে, আগামী ২৩ মে রাত ১২টা ০১ মিনিট থেকে ওই দিন দুপুর ২টো পর্যন্ত সিস্টেম আপগ্রেড করার জন্য ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (NEFT)-এর পরিষেবা বন্ধ রাখা হবে।
সিস্টেম আপগ্রেড করার জন্য ২৩ মে NEFT পরিষেবা ১৪ ঘণ্টা বন্ধ রাখা হলেও ডিজিটাল পেমেন্ট পরিষেবার অন্যান্য প্ল্যাটফর্ম যেমন, RTGS বা IMPS থেকে অনায়াসেই লেনদেন করা যাবে।
ব্রিটেনের ACI Worldwide-এর সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি Digital আর্থিক লেনদেন হয়েছে ভারতে। এই হিসাবে ভারত Digital লেনদেনে চিন, আমেরিকাকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছে।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, এ দেশে মার্চে প্রায় ৪.২৫ লক্ষ কোটি টাকার UPI ভিত্তিক Digital লেনদেন হয়েছে। জানা গিয়েছে, NEFT পরিষেবাকে আরও সুরক্ষিত করতে সিস্টেম আপগ্রেড করা হচ্ছে।