এ বছর ভারতে মোটরসাইকেলের বাজারে অনেক নতুন মডেল আসতে চলেছে। কোভিডের পর ফের ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে অটোমোবাইল শিল্প। অগাস্টের মধ্যে, ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে নতুন পাঁচটি দুর্দান্ত বাইক।
BMW Motorrad আগামী জুলাই মাসে ভারতে একটি নতুন 310cc স্পোর্টসবাইক লঞ্চ করার পরিকল্পনা করছে। মনে করা হচ্ছে, নতুন এই মডেলটি TVS Apache RR310 এর রিব্যাজ হতে পারে। দুটির মধ্যে সামান্য পার্থক্য থাকারও সম্ভাবনা রয়েছে।
নতুন বাজাজ পালসারের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এর নাম দেওয়া হতে পারে 'Eclipse Edition'। নতুন Bajaj Pulsar N250 এর ব্ল্যাক এডিশন সেটির বর্তমান মডেলের উপর ভিত্তি করেই তৈরি হবে। আগামী মাসের মধ্যেই বাজারে আসতে পারে এই মডেলটি।
আরও পড়ুন - অগ্নিপথ বিক্ষোভ: আজও ভারত বন্ধের ডাক, বাতিল একগুচ্ছ ট্রেন
TVS আগামী ৬ জুলাই লঞ্চ করতে পারে নতুন বাইক। TVS Zeppelin হতে চলেছে ব্র্যান্ডের লাইনআপের প্রথম ক্রুজার।
আরও পড়ুন -দক্ষিণবঙ্গে এগোলো বর্ষা, কলকাতায় বাড়বে বৃষ্টি, বাকি জায়গায়?
Kawasaki-র আপডেটেড 2022 Versys 650 শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শেষে এটি ভারতের বাজারে আসতে পারে।
Royal Enfield Hunter 350 ভারতীয় বাজারে আগস্টের শুরুতে লঞ্চ হতে পারে। বাইকটিতে 350 এবং ক্লাসিক 350 এর মতোই 349cc, এয়ার/অয়েল-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এছাড়াও এতে একটি 5-স্পিড গিয়ারবক্স থাকবেও।