Advertisement

ইউটিলিটি

১ এপ্রিল থেকে কার্ড পেমেন্টের নিয়মে বড়সড় বদল! জানুন নতুন নিয়ম

সুদীপ দে
  • কলকাতা,
  • 31 Mar 2021,
  • Updated 5:32 PM IST
  • 1/9

১ এপ্রিল অর্থাৎ আগামীকাল থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই পেমেন্টের নিয়মে বড়সড় বদল হতে চলেছে।

  • 2/9

আগামীকাল থেকে মোবাইল ইউটিলিটি ও অন্যান্য বিলের অটো পেমেন্টের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন হতে চলেছে।

  • 3/9

ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা অন্যান্য অটো পেমেন্টের ক্ষেত্রে বাড়তি অথেন্টিকেশান চালু হতে চলেছে। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

  • 4/9

১ এপ্রিল থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা অন্যান্য প্রিপেড পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত অথেন্টিকেশান পর্ব চালু হচ্ছে।

  • 5/9

Amazon Prime, Netflix, Disney+ Hotstar-এর মতো OTT প্ল্যাটফর্মের প্রিপেড পেমেন্ট মাসের শুরুতেই অ্যাকাউন্ট থেকে কার্ডের মাধ্যমে কেটে নেওয়া হয়। এই ধরনের পেমেন্টের ক্ষেত্রেই নিয়ম বদলাতে চলেছে।

  • 6/9

নতুন নিয়মে যে কোনও অটো পেমেন্টের আগে ব্যাঙ্ক থেকে গ্রাহককে ওই পেমেন্ট সম্পর্কে জানানো হবে। গ্রাহকের অনুমতি মিললে তবেই টাকা কাটা হবে।

  • 7/9

এখন থেকে এই ধরনের প্রিপেড পেমেন্টের ক্ষেত্রে বাড়তি অথেন্টিকেশান চালু হতে চলেছে। টাকা কাটার আগে গ্রাহকের অনুমতি নেওয়া হবে।

  • 8/9

টাকা কাটার আগে ই-মেল বা sms অনুমতি চাওয়া হবে গ্রাহকের থেকে। গ্রাহকের অনুমতি মিললে তবেই পেমেন্ট হবে।

  • 9/9

একই ভাবে কার্ড বা ই-ওয়ালেট থেকে মাসে সর্বাধিক ৫,০০০ টাকা কাটা যাবে। তার বেশি টাকা কাটার ক্ষেত্রে গ্রাহককে OTP দিতে হবে। গ্রাহকের অনুমতি মিললে তবেই পেমেন্ট হবে।

Advertisement
Advertisement