প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)। মোট ২৩০টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট নিয়োগ করা হবে। চলুন এই নিয়োগ সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক...
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে (NTPC) ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। স্টেশন আর প্রোজেক্টে নিয়োগ করা হবে কেমিস্ট।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার: মোট শূন্যপদের সংখ্যা ২০০টি। এর মধ্যে থেকে ইলেক্ট্রিক্যালে ৯০টি, মেকানিক্যালে ৭০টি, ইলেক্ট্রনিক্সে ৪০টি আসন রয়েছে। প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ডিগ্রি থাকা চাই।
তফশিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে লেক্ট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পাশ নম্বর থাকলেই চলবে। এর পাশাপাশি কোনও থার্মাল অথবা গ্যাস পাওয়ার প্লান্টের অপারেশন অথবা মেন্টেন্যান্স অথবা ইরেকশন অথবা কন্সট্রাকশন অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই।
অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট: মোট শূন্যপদের সংখ্যা ৩০টি। ইচ্ছুক প্রার্থীদের মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ কেমিস্ট্রিতে এমএসসি ডিগ্রি থাকা চাই। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। তবে তফশিলি জাতি-উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পাশ নম্বর থাকলেই চলবে।
বয়স ও বেতন: উল্লেখিত উভয় পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তফশিলি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছর এবং প্রাক্তন সেনাকর্মীরা প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। উভয় পদের মূল মাসিক বেতন ৩০,০০০ টাকা থেকে ১,২০,০০০ টাকা।
যোগ্য প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, নথি-পত্র যাচাই আর ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। ২টি পার্টে হবে লিখিত পরীক্ষা। প্রথম পার্টে থাকবে সাবজেক্ট নলেজ টেস্ট আর দ্বিতীয় পার্টে থাকবে অ্যাপ্টিটিটড টেস্ট।
ইচ্ছুক প্রার্থীদের মাধ্যমে, ১০ মার্চের মধ্যে অনলাইনে www.ntpccareers.net বা www.ntpc.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৩০০ টাকা। ফি জমা দিতে হবে অনলাইন বা অফলাইনে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।
অফলাইনে পে-ইন-স্লিপের মাধ্যমেও এই ফি জমা দেওয়া যাবে এনটিপিসি-র অনুকূলে, ‘30987919993’ অ্যাকাউন্ট নম্বরে। তবে এটি যেন সিএজি ব্রাঞ্চ, নিউ দিল্লিতে ভাঙানোর যোগ্য হয়। তফশিলি প্রার্থী, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী এবং প্রাক্তন সেনাকর্মীদের এই ফি দিতে হবে না।