২৭ ফেব্রুয়ারির পর দীর্ঘ প্রায় দু’মাস বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম! পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই কাল থেকে ফের ঊর্ধ্বমুখী তেলের দর। আজও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম!
দীর্ঘ প্রায় দু’মাসের অধিকাংশ সময়টাই অপরিবর্তিত ছিল তেলের দাম। ২৭ ফেব্রুয়ারির পর থেকে মোট চারবার তেলের দাম কমলেও তা যৎসামান্যই! চারবারে সব মিলিয়ে ১ টাকাও কমেনি পেট্রোল, ডিজেলের দাম!
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই টানা ১৮ দিন অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার থেকে বাড়তে শুরু করেছে তেলের দাম। দিল্লিতে আজ ফের পেট্রোলের দাম লিটারে ১৯ পয়সা আর ডিজেলের দাম ২১ পয়সা বৃদ্ধি পেয়েছে। জেনে নিন আজ কোন শহরে কত যাচ্ছে তেলের দাম…
দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার প্রতি ৯০ টাকা ৭৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮১ টাকা ১২ পয়সা।
মুম্বইয়ে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম ৯৭ টাকা ১২ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ১৯ পয়সা।
বুধবার কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ৯২ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৮৩ টাকা ৯৮ পয়সা।
চেন্নাইতে আজ পেট্রোলের দাম ৯২ টাকা ৭০ পয়সা আর ডিজেলের দাম ৮৬ টাকা ০৯ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বুধবার বেঙ্গালুরুতে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৩ টাকা ৭৭ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬ টাকা ০১ পয়সা।
আজ হায়দরাবাদে এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ৩৪ পয়সা আর ডিজেলের দাম ৮৮ টাকা ৪৬ পয়সা প্রতি লিটার।
জয়পুরে বুধবার পেট্রোল প্রতি লিটারে ৯৭ টাকা ১২ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৬১ পয়সা।