গত কয়েক মাস ধরেই দেশের গুরুত্বপূর্ণ বেশিরভাগ শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। রাজস্থান, কেরল, কর্ণাটকে ইতিমধ্যেই ডিজেলের দামও প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়েছে।
টানা চার দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। ক্রমশ বাড়তে বাড়তে ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলেই ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।
বর্তমানে পেট্রোলের দর বিমানের জ্বালানির চেয়েও ৩৩% দামি! কারণ, দিল্লিতে বিমানের জন্য ব্যবহৃত টারবাইন জ্বালানির দাম প্রতি লিটারে ৭৯ টাকা আর পেট্রোলের দর লিটারে ১০৫ টাকা ৮৪ পয়সা। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ১০৫ টাকা ৮৪ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৯৪ টাকা ৫৭ পয়সা।
কলকাতায় সোমবার পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬ টাকা ৪৩ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯৭ টাকা ৬৮ পয়সা।
মুম্বইয়ে আজ প্রতি লিটারে পেট্রোলের দাম ১১১ টাকা ৭৭ পয়সা আর ডিজেলের দাম ১০২ টাকা ৫২ পয়সা।
সোমবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০৩ টাকা ০১ পয়সা আর ডিজেলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা।
এই চার মহানগর ছাড়াও বেঙ্গালুরুতে আজ পেট্রোল প্রতি লিটারে ১০৯ টাকা ৫৩ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ৩৭ পয়সা।
পটনায় সোমবার এক লিটার পেট্রোলের দাম ১০৯ টাকা ২৪ পয়সা আর ডিজেলের দাম ১০১ টাকা ১৪ পয়সা প্রতি লিটার।
লখনউতে আজ এক লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৮৩ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ০২ পয়সা প্রতি লিটার।