মাধ্যমিক (Madhyamik Exam 2023), উচ্চমাধ্যমিক (Uccha Madhyamik 2023) এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য বিশেষ পরিষেবা মেট্রো রেলের (Kolkata Metro)।
মঙ্গলবার মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় যে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর চলবে মেট্রো। সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা।
এছাড়া এই একই সময়ের মধ্যে শনিবার করে ৪টি আপ এবং ৪টি ডাউন, অর্থাৎ মোট ৮টি অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো।
আরও পড়ুন - এইগুলি খেলেই মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথা থাকবে ঠান্ডা; মনেও পড়বে সব
বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা।
এর ফলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক (Higher Secondary 2023) এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আগামী ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা।
আরও পড়ুন - ক্লান্তি তো দূর, দিনভর ভরপুর এনার্জি, ৮ খাবার ডায়েটে থাকলেই বুঝবে