Advertisement

ইউটিলিটি

আলিপুরদুয়ার জেলা আদালত গঠনে প্রক্রিয়া শুরু

অসীম দত্ত
  • শিলিগুড়ি,
  • 18 Sep 2021,
  • Updated 9:14 PM IST
  • 1/6

জেলা আদালত গঠন না হওয়ায় বার অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি দিতেই আলিপুরদুয়ার জেলা আদালত গঠনে নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। শনিবার কালকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে হাইকোর্টের পরিদর্শক প্রতিনিধি দল জেলা আদালত গঠনের পরিকাঠামো খতিয়ে দেখতে আলিপুরদুয়ারে এসেছে।
 

  • 2/6

আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃদুল গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাবেক জলপাইগুড়ি জেলা ভেঙে ২০১৪ সালে আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার কথা ঘোষণা করেন। কিন্তু পরে জেলা হয়েও কালিম্পং জেলা আদালত তৈরি হয়েছে। মৃদুলবাবু বলেন, সেই জন্য চলতি মাসের ৭ তারিখে বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুখ্যমন্ত্রী ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে আমরা একটি চিঠি দিয়ে জানাই দ্রুত আলিপুরদুয়ার জেলা আদালত গঠন করা না হলে আমরা কর্মবিরতিতে যেতে পারি।

  • 3/6

তারপরেই হাইকোর্টের প্রধান বিচারপতি উদ্যোগ নিয়ে হাইকোর্টের পরিদর্শক প্রতিনিধি দলকে শনিবার আলিপুরদুয়ারে পরিকাঠামো খতিয়ে দেখতে পাঠানোয় আমরা খুশি। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুহৃদ মজুমদার বলেন, জেলা আদালত না হওয়ার জন্য জেলার বিচারপ্রার্থী ও আইনজীবিদের সমস্যা হচ্ছে।

  • 4/6

কারণ, আলিপুরদুয়ারে নারকোটিক কোর্ট ও স্পেশাল কোর্ট  সহ বিভিন্ন মামলার কোর্ট না থাকার দরুন জেলার বিচারপ্রার্থীদের জলপাইগুড়ি জেলা আদালতে যেতে হচ্ছে। সেই জন্যই হাইকোটের প্রধান বিচারপতিকে বার অ্যাসোসিয়েশনের তরফে ওই চিঠি দিয়ে কোর্ট বয়কটের কথা বলি। এদিন হাইকোর্টের ওই পরিদর্শক প্রতিনিধি দল আলিপুরদুয়ারে ব্রিটিশ আমলে তৈরি লাল রংয়ের পুরনো এসডিও বিল্ডিং, পঞ্চায়েত দপ্তরের ট্রেনিং বিল্ডিং ও ইলেকশন দপ্তরের বিল্ডিং ঘুরে দেখেন।

  • 5/6

জেলা আদালতের প্রস্তাবিত সাততলা বিল্ডিং তৈরির জন্য কোর্ট চত্বরে চিহ্নিত পড়ে থাকা জমিটিও ঘুর দেখেন হাইকোর্টের পরিদর্শক দল। এরপর কোর্ট চত্বরেই জেলা জজের আবাসন তৈরির লক্ষ্যে চিহ্নিত জমিটিও হাইকোর্টের পরিদর্শক দল ঘুরে দেখে। তবে আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের বিষয় নিয়ে হাইকোর্টের পরিদর্শক দলের প্রতিনিধিদের কোনও বক্তব্য মেলেনি। এদিকে, বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুহৃদবাবু জানান, প্রস্তাবিত জেলা আদালতের সাততলা বিল্ডিংয়ের জন্য ইতিমধ্যেই ৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

 

  • 6/6

গত একমাস আগে ওই অর্থ বরাদ্দ করা হয়। সুহৃদবাবু বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যত দ্রুত সম্ভব আলিপুরদুয়ার জেলা আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতির এই নির্দেশে এবার আমরা আশা করছি দ্রুত জেলা আদালত গঠন কবে। বার অ্যাসোসিয়েশ সূত্রে জানা গিয়েছে, ব্রিটিশ আমলে তৈরি পুরনো লাল রংয়ের এসডিও বিল্ডিংয়ে জুভেনাইল কোর্ট চালু হতে পারে। অন্যদিকে, পঞ্চায়েত ট্রেনিং বিল্ডিং অথবা ইলেকশন দপ্তরের বিল্ডিংয়ে অস্থায়ীভাবে জেলা আদালত বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement