Advertisement

ইউটিলিটি

Train Ticket Status Check: এবার ১০ ঘণ্টা আগেই দেখা যাবে RAC, ওয়েটিং লিস্টের টিকিটের স্টেটাস, জানুন কীভাবে চেক করবেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 17 Dec 2025,
  • Updated 8:00 PM IST
  • 1/10

রেলওয়ে বোর্ড প্রথমবারের মতো রিজার্ভেশন চার্ট তৈরির সময় সংশোধন করায় রেল যাত্রীরা স্বস্তি পেলেন। যাত্রীরা এবার থেকে ট্রেনের টিকিটের স্টেটাস দেখতে পারবেন ১০ ঘণ্টা আগে থেকে। 
 

  • 2/10

ভোর ৫টা থেকে মধ্যরাত ২টো পর্যন্ক ছেড়ে যাওয়া ট্রেনের প্রথম চার্ট আগের রাতে ৮টার মধ্যে প্রস্তুক করা হবে। অন্যদিকে, দুপুর ২টো ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট এবং মধ্যরাত থেকে ভোট ৫টা পর্যন্ত ছেড়ে যেওয়া ট্রেনের চার্ট ছাড়ার ১০ ঘণ্টা আগে প্রস্তুত হবে। 

  • 3/10

ট্রেন যাত্রীদের জন্য এটি বড় সুখবর। এখন থেকে ট্রেনের টিকিট রিজার্ভেশন স্ট্যাটাস ১০ ঘণ্টা আগেই পাওয়া যাবে। প্রথমবারের মতো, রেলওয়ে বোর্ড চার্ট তৈকির সময় সংশোধন করেছে। ভোর ৫টা থেকে দুপুর ২টো পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য, প্রথম রিজার্ভেশন চার্ট আগের দিন রাত ৮টায় প্রস্তুত হবে। 

  • 4/10

এদিকে, দুপুর ২টো ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ পর্যন্ত এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ছেড়ে যাওয়া ট্রেনগুলির জন্য ট্রেন ছাড়ার ১০ ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট প্রস্তুত করা হবে। 

  • 5/10

পূর্বে রিজার্ভেশন চার্ট মাত্র ৪ ঘণ্টা আগে প্রস্তুত করা হত। যা শেষ মুহূর্তে যাত্রীদের জন্য সমস্যা ও বিভ্রান্তির সৃষ্টি করত। 
 

  • 6/10

যাত্রীদের ভ্রমণ এবং রিজার্ভেশনের অবস্থা সম্পর্কে আগাম তথ্য প্রদান এবং বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের উদ্বেগ কমাতে রেলওয়ে প্রথমবারের মতো রিজার্ভেশন চার্ট তৈরির সময় পরিবর্তন করল। 

  • 7/10

ইন্ডিয়া টুডে-কে এ প্রসঙ্গে রেল মন্ত্রকের কর্মকর্তারা বলেন, 'যাত্রী সুবিধার্থে চার্টগুলো আগেথেকেই প্রস্তুত করা হবে যাতে তারা সহজেই যাত্রা পরিকল্পনা করতে পারেন।' এই বিষয়ে সমস্ত জোনাল রেলওয়ে বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হচ্ছে।

  • 8/10

ট্রেনের টিকিটের স্টেটাস চেক করার জন্য লাগবে PNR নম্বর। ১০ ডিজিটের এই নম্বর প্রিন্টেট টিকিটে বাঁ দিকের উপরে থাকে। SMS/Email মারফতও পাওয়া যায় এই PNR নম্বর। 

  • 9/10

এর পাশাপাশি, IRCTC সাইট বা অ্যাপে কিংবা ixigo, MakeMy Trip অথবা Rail Yatri থেকেও স্টেটাস চেক করা যায়। 

  • 10/10

অথবা PNR নম্বর দিয়ে স্টেটাস চেক করার জন্য ১৩৯ নম্বরে SMS করতে পারেন। CNF অর্থাৎ টিকিট কনফার্মড, WL অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং RAC অর্থাৎ শেয়ার বার্থ পাবেন। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement