Advertisement

ইউটিলিটি

রাত ১১টার পর ট্রেন সফরে মিলবে না এই সুবিধা! জেনে রাখুন, তৈরি থাকুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2021,
  • Updated 7:07 PM IST
  • 1/9

ট্রেনে চড়ে দূরে কোথাও যাচ্ছেন? সারা রাত কী ট্রেনেই কাটবে? তাহলে আপনার সঙ্গে থাকা মোবাইল ফোন আর ল্যাপটপে যথেষ্ট চার্জ রয়েছে কী না তা দেখে নিন। কারণ, রাতে ট্রেনে এগুলিতে আর চার্জ দিতে পারবেন না!

  • 2/9

ওয়েস্টার্ন রেলওয়ে (Western Railway) শীর্ষ জনসংযোগ কর্তা (CPRO) সুমিত ঠাকুর নির্দেশ দিয়েছেন যে, ট্রেনের কোচগুলির মধ্যে মোবাইল বা ল্যাপটপ চার্জ করার জন্য চার্জিং পয়েন্টগুলি রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

  • 3/9

এই নির্দেশ শুধুমাত্র ওয়েস্টার্ন রেলওয়ের (Western Railway) ক্ষেত্রেই নয়, বরং দেশের সর্বত্র রেলের সব জোনেই প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

  • 4/9

সুমিত ঠাকুর জানান, রাতে দূরপাল্লার ট্রেনগুলিতে শর্ট সার্কিট থেকে আগুন ধরে যাওয়ার অনেক ঘটনা ঘটেছে। এর কারণ, অধিকাংশ যাত্রীই রাতে ল্যাপটপ বা মোবাইল চার্জে দেন। ফলে অতিরিক্ত চার্জিংয়ের চাপে বাড়ে শর্ট সার্কিটের ঝুঁকি!

  • 5/9

সুমিত ঠাকুর জানান, ১৩ মার্চ দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন একটি কোচ থেকে আগুন লেগে তা একাধিক কোচে ছড়িয়ে পড়ে।

  • 6/9

এ ছাড়াও রেল ট্রেনের কামরায় ধূমপান রুখতে প্রচারে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেনের কোচের মধ্যে যাঁরা নিয়ম লঙ্ঘন করে ধূমপান করবে, তাঁদের ক্ষেত্রে জরিমানার অঙ্ক আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

  • 7/9

মধ্য রেলওয়ের (Central Railway) শীর্ষ জনসংযোগ কর্তা (CPRO) শিবাজি সুতার বলেন যে, ট্রেনগুলিতে কর্মরত সকল কর্মচারীকে এ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে একটি শিক্ষামূলক প্রচারের আয়োজন করা হচ্ছে।

  • 8/9

মধ্য রেলওয়ের (Central Railway) শীর্ষ জনসংযোগ কর্তা (CPRO) বলেন, রেল কর্মচারী এবং এসি কোচে থাকা এসি মেকানিকদের রাতে চার্জিং পয়েন্ট বন্ধ রাখতে আরও সতর্ক করা হয়েছে।

  • 9/9

এখন এই অসুবিধা এড়াতে, আপনার ফোন এবং ল্যাপটপটি বাড়ি থেকে পুরোপুরি চার্জ করা এবং ট্রেন যাত্রার সময় রাত ১১টার মধ্যে চার্জ করে নেওয়াই ভাল। তবুও, প্রয়োজনে একটি পাওয়ার ব্যাংক আপনার সাথে রাখতে পারেন।

Advertisement
Advertisement