Advertisement

ইউটিলিটি

RBI Silver Loan: রুপোতেও এবার লোন মিলবে, বড় ঘোষণা করল RBI, কবে থেকে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Nov 2025,
  • Updated 1:43 PM IST
  • 1/9

এতদিন পর্যন্ত সোনা দিয়েই ঋণ নিতে হতো। রুপোর দাম তেমন একটা ছিল না। এটা জমা দিয়ে ঋণ নেওয়া সম্ভব হতো না।

  • 2/9

যদিও এই সমস্যার সমাধান করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রুপো জমা দিয়েও যাতে ঋণ নেওয়া যায়, সেটা নিশ্চিত করতে চলেছে তারা।

  • 3/9

২০২৬ সালের এপ্রিল মাসের ১ তারিখ থেকে রুপো জমা রেখে লোন নেওয়া যাবে বলেই খবর। আর এই খবর সামনে আসার পরই ঋণ নিতে আগ্রহীদের মধ্যে খুশির হাওয়া।

  • 4/9

এখন থেকে সোনার গয়না বা কয়েন জমা রেখে লোন নেওয়া যাবে। অর্থাৎ দরে উঠল রুপো। এটি জমা রেখেও নেওয়া যাবে লোন।

  • 5/9

বিশেষজ্ঞদের মতে, সকলের বাড়িতে সোনা নেই। তবে ঋণের প্রয়োজন রয়েছে। আর এই মানুষগুলিকে সাহায্য করতেই এগিয়ে এল আরবিআই।

  • 6/9

এই নতুন নীতির মাধ্যমে যারা গ্রামে থাকেন, যাদের আয় অনেকটাই কম, তাদের খুব লাভ হবে। তারা এখন থেকে নিজেদের কেনা রুপো জমা দিয়েও নিতে পারবেন লোন।

  • 7/9

যদিও আরবিআই এটাও জানিয়ে রেখেছে যে সোনার লোন এবং রুপোর লোনে অনেক তফাত থাকতে পারে। এক্ষেত্রে লোন টু ভ্যালু রেশিও এবং ইন্টারেস্টে বদল দেখা যেতে পারে।

  • 8/9

আসলে রুপোর চাহিদা অনেকটাই কম। যার ফলে যারা ঋণ দিচ্ছে, সেই সব সংস্থারা ক্রেডিট লিমিট কম রাখতে পারে। পাশাপাশি ইন্টারেস্ট রেটও হাই রাখার রয়েছে আশঙ্কা।

  • 9/9

এমন পরিস্থিতিতে আরবিআই ঋণ নিতে ইচ্ছুক মানুষদের রুপোর বিশুদ্ধতা থেকে শুরু করে ইন্টারেস্ট রেট এবং লোনের সময়কাল দেখার পরামর্শ দিচ্ছে। তারপরই নিতে বলছে লোন।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement