Advertisement

ইউটিলিটি

New RBI KYC Norms: Bank KYC নিয়ে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের! জানুন নয়া নির্দেশ

Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 May 2021,
  • Updated 7:33 PM IST
  • 1/9

দেশজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষের ওপরেই থাকছে।

  • 2/9

দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এ রাজ্যেও ক্রমশ উদ্বেগজনক হচ্ছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতির কথা মাথায় রেখে ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC-র ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

  • 3/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নয়া নির্দেশ অনুযায়ী, KYC জমা না দিলেও আগামী ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না কোনও ব্যাঙ্ক।

  • 4/9

দেশের কোথাও লকডাউন তো কোথাও আবার কারফিউ চলছে। প্রশাসনিক নানা বিধিনিষেধের মধ্যে ব্যাঙ্কের শাখায় গিয়েছে KYC জমা করা অধিকাংশ গ্রাহকের পক্ষেই সম্ভব নয়।

  • 5/9

দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে KYC জমা দেওয়ার সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে দেশের লক্ষ লক্ষ মানুষ।

  • 6/9

শুধুমাত্র দেশের ব্যাঙ্কগুলির ক্ষেত্রেই নয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই নির্দেশ মানতে হবে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় থাকা অন্যান্য নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও।

  • 7/9

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) এই নির্দেশে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত KYC জমা না দিলেও কোনও রকম শাস্তির মুখে পড়তে হবে না কোনও ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহককেই।

  • 8/9

দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে KYC জমা দেওয়ার সময়সীমা আগামী ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যাঙ্কগুলিকেও ভিডিও KYC-র উপরেও জোর দিতে বলা হয়েছে।

  • 9/9

ইতিমধ্যেই SBI, HDFC-সহ একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক তার গ্রহকদের জন্য ভিডিও KYC চালু করে দিয়েছে। ব্যাঙ্কগুলি ভিডিও KYC ভিত্তিক অ্যাকাউন্ট খোলার সুবিধাও ইতিমধ্যেই চালু করেছে।

Advertisement
Advertisement