Advertisement

ইউটিলিটি

অ্যাপে স্বচ্ছন্দ নয়? করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করুন এক ফোনেই!

সুদীপ দে
  • কলকাতা,
  • 25 Mar 2021,
  • Updated 12:42 PM IST
  • 1/9

স্বাস্থ্যকর্মী আর ফ্রন্ট লাইন ওয়ার্কারদের পর এ বার প্রায় ২৭ কোটি আমজনতার টিকাকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে দেশজুড়ে। এর মধ্যে প্রথমে টিকাকরণ হবে দেশের প্রবীণ নাগরিকদের। পাশাপাশি টিকা দেওয়া হবে ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের।

  • 2/9

টিকা নেওয়ার জন্য CoWin অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। এছাড়া cowin.gov.in ওয়েবসাইটের মাধ্যমেও নাম নথিভুক্ত করা যেতে পারে। টিকার দ্বিতীয় ডোজ কবে দেওয়া হবে, তা মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

  • 3/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে। টিকা নেওয়ার সময় সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

  • 4/9

CoWin অ্যাপ বা cowin.gov.in ওয়েবসাইট থেকে টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করার পর টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে। এখান থেকেই টিকা দেওয়ার তারিখ, সময় জানিয়ে দেওয়া হবে।

  • 5/9

এর জন্য Google Play Store বা Apple App Store থেকে CoWin অ্যাপ নিজের স্মার্টফোনে ইনস্টল করে নিতে হবে।

  • 6/9

টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে সরকারি সচিত্র পরিচয়পত্র বা Aadhaar-এর বিস্তারিত তথ্য দিতে হবে। বায়োমেট্রিক, OTP বা ডেমোগ্রাফিকের মাধ্যমে Aadhaar-এর তথ্য যাচাই করে নেওয়া হবে।

  • 7/9

৪৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁদের টিকা দেওয়া হবে। এর জন্য এবার আর রোগের প্রমাণত্র দিতে হবে না। আগে এর জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ২০টি রোগের একটি তালিকা প্রকাশ করেছিল, যার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিউকোমিয়া, কিডনির সমস্যা, লিভার এবং হার্টের গুরুতর সমস্যাও অন্তর্ভুক্ত ছিল।

  • 8/9

দেশের প্রায় ১০ হাজার সরকারি হাসপাতাল আর ২০ হাজার বেসরকারি হাসপাতাল থেকে চলবে করোনার এই টিকাকরণ প্রক্রিয়া। CoWin অ্যাপের সাহায্যে সহজেই নিকটবর্তী টিকাকেন্দ্র ও টিকা নেওয়ার দিন বেছে নেওয়া যাবে।

  • 9/9

যাঁদের CoWin অ্যাপ থেকে বা cowin.gov.in ওয়েবসাইট থেকে করোনার টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করাতে সমস্যা হবে, তাঁরা ফোন করেও টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করাতে পারবেন। এর জন্য তাঁদের ১৫০৭ নম্বরে ফোন করতে হবে।

Advertisement
Advertisement