Advertisement

ইউটিলিটি

লক্ষাধিক শূন্যপদ! RRB NTPC 2021 নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ ট্রেনের ঘোষণা

সুদীপ দে
  • কলকাতা,
  • 27 Mar 2021,
  • Updated 7:52 PM IST
  • 1/9

এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২১ সালের রেলের গ্রুপ ডি-র পরীক্ষা (RRB NTPC 2021 exam)। চলবে জুন মাস পর্যন্ত। সম্পূর্ণ পরীক্ষা হবে অনলাইনে কম্পিউটারের মাধ্যমে।

  • 2/9

এই পরীক্ষার মাধ্যমে মোট ১,০৩,৭৬৯টি শূন্যপদে গ্রুপ ডি-র কর্মী নিয়োগ করবে রেল। এই গ্রুপ ডি-র পরীক্ষায় (RRB NTPC 2021 exam) অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ট্রেন চালাবে ভারতীয় রেল।

  • 3/9

২৭ মার্চ, শনিবার এ কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। প্রার্থীদের সুবিধার্থে পরীক্ষার জন্য NTPC আনন্দ বিহার, দিল্লি থেকে পাটনার মধ্যে বিশেষ ট্রেন চালা করতে চলেছে। যুব সমাজের ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে তাঁদের সাথে রয়েছে রেল, জানান রেলমন্ত্রী।

  • 4/9

২৭ মার্চ, শনিবার রেলমন্ত্রী টুইট করে এই বিশেষ ট্রেনগুলির সময়সূচিও জানিয়েছেন। বিশেষ ট্রেনগুলির ৩ মার্চ থেকে শুরু করে ৮ এপ্রিল পর্যন্ত চলবে।

  • 5/9

ট্রেন নম্বর 03297 (আপ) এবং 03298 (ডাউন) পটনা থেকে দিল্লির আনন্দ বিহারের মধ্যে চলবে এবং এর মধ্যে ১০টি স্টেশন থামবে।

  • 6/9

রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) জানিয়েছেন, RRB NTPC CBT-1 6th Phase Exam 2021-এ অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য এই বিশেষ ট্রেন চালানো হচ্ছে।

  • 7/9

RRB NTPC নিয়োগের অধীনে, ষষ্ঠ পর্যায়ের পরীক্ষা (6th Phase Exam) ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। জানা গিয়েছে, এই পর্বে পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী।

  • 8/9

এই ষষ্ঠ পর্যায়ের পরীক্ষা (6th Phase Exam) ৮ এপ্রিল পর্যন্ত চলবে। এই বিশেষ ট্রেনটিও ৮ এপ্রিল পর্যন্ত চালাবে রেল।

  • 9/9

যে সমস্ত পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত এই পর্বের পরীক্ষার দিন-ক্ষণ জানতে পারেননি, তাঁদের পরীক্ষার তারিখ শিগগিরই rrbcdg.gov.in এ ঘোষণা করা হবে।

Advertisement
Advertisement