Advertisement

ইউটিলিটি

ঊর্ধ্বমুখী Sensex! বাজার খুলতেই পেরলো ৫২ হাজারের গণ্ডি

Aajtak Bangla
  • 15 Feb 2021,
  • Updated 10:17 AM IST
  • 1/8

সোমবার শেয়ার বাজার খোলার পর পরই Sensex সূচক ফের ঊর্ধ্বমুখী! গত সপ্তাহে ৫১,৫৪৪ পয়েন্টে বন্ধ হওয়ার পর প্রায় ৫০০ পয়েন্ট উঠে আজ ৫২ হাজারের গণ্ডি পেরিয়ে যায় Sensex।

  • 2/8

সোমবার শেয়ার বাজার খোলার প্রথম কয়েক মিনিটের পর থেকেই চারশোরও বেশি পয়েন্ট উঠে ৫২ হাজারের গণ্ডি পেরোয় (৫২০৫২ পয়েন্ট) বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Sensex সূচক।

  • 3/8

একই সঙ্গে পাল্লা দিয়ে উর্ধ্বমুখী বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) Nifty সূচকও। Nifty ১০৭ পয়েন্ট উঠে ১৫,২৭০-এ পৌঁছে যায়।

  • 4/8

গত সপ্তাহে Sensex বন্ধ হয়েছিল ৫১,৫৪৪ পয়েন্টে৷ গত শুক্রবার Nifty ১৫,১৬৩ পয়েন্টের স্তরে বন্ধ হয়৷ আজ বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সমস্ত সেক্টরেই কেনাবেচা খুব ভাল ভাবে শুরু হয়েছে৷

  • 5/8

১৯৯৯ সালে Sensex বেড়েছিল ৫.১৩ শতাংশ৷ তারপর বাজেট পেশের পর শেয়ার বাজারে এত বড় উত্থান আবার চোখে পড়ে ২০২১-এ! এর আগে Sensex-এর পয়েন্টে এর চেয়ে বেশি উন্নতি হয়েছিল ১৯৯৯ সালে৷

  • 6/8

সোমবারর বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই (প্রি-ওপেন সেশনে) ৫২ হাজারের গণ্ডি পার করে যায় Sensex। বাজেটের পর লগ্নির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। বিশেষত, বিদেশি আর্থিক সংস্থাগুলির লগ্নি বাড়তে শুরু করেছে। যার প্রভাব পড়ছে শেয়ার বাজারে।

  • 7/8

গত সপ্তাহে শেয়ার বাজারের বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায়, Sensex-এর শীর্ষ দশটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটির বাজার মূলধন (এম-ক্যাপ) বেড়েছে ১,৪০,৪৩০.৪৫ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।

  • 8/8

গত সপ্তাহে বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) Sensex ৮১২.৬৭ পয়েন্ট বা ১.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রধান লাভকারীদের মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টিসিএস, ইনফোসিস, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বাজাজ ফিনান্স। এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার এবং কোটক মাহিন্দ্রা কমেছে।

Advertisement
Advertisement