এ বারের বাজেটে আয়করের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলি ১ এপ্রিল, ২০২১ থেকে আয়করের ক্ষেত্রে কার্যকর হবে। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...
EPF: এ বারের বাজেটে নতুন যে Wage Code-এর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), তা কার্যকর হলে কিছুটা হলেও কমবে ‘টেক হোম’ স্যালারি-র অঙ্ক৷
Wage Code চালু হলে শুধু ‘টেক হোম’ স্যালারি নয়, কমবে অবসরকালীন সঞ্চয়ের পরিমাণও৷ যাঁদের প্রতিমাসে Provident Fund-এ ২০,৮৩৩ টাকার বেশি অর্থ জমা পড়ে, তাঁদের এই কর দিতে হবে।
তবে এ ক্ষেত্রে একটা কথা বলে রাখা জরুরি! শুধুমাত্র কর্মচারীদের ভাগের Provident Fund-এর উপর কার্যকর হবে এই কর। এই নিয়মটি ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।
সময় মতো ITR ফাইল না করলে দ্বিগুণ হবে TDS: আয়করের ফাইলিং বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার TDS-এর নিয়মে কিছু পরিবর্তন করেছে। যাঁরা ITR ফাইল করেন না, তাঁদের জন্য এই নিয়মে সমস্যা বাড়তে চলেছে।
TDS-এর নিয়মে পরিবর্তন করতে সরকার আয়কর আইনে 206AB ধারার প্রয়োগ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সময় মতো আয়কর (ITR) ফাইল না করলে ১ এপ্রিল, ২০২১ থেকে TDS বাবদ দ্বিগুণ টাকা কাটা হবে। নতুন বিধি অনুযায়ী, যাঁরা আয়কর রিটার্ন জমা দেননি তাঁদের উপরে কর সংগ্রহের উৎস (TCS)ও বেশি হবে।
প্রবীণ নাগরিকদের আয়কর ছাড়ের ঘোষণা: ৭৫ বছর বা তার উর্ধ্বে পেনশনভোগীদের ক্ষেত্রে আর আয়কর দিতে হবে না। নতুন নিয়মে পেনশন আর সুদের থেকে পাওয়া অর্থের উপর নির্ভরশীল ৭৫ বছরের উর্ধ্বে প্রবীণদের আয়কর রিচার্নও জমা দিতে হবে না বলে ঘোষণা করা হয়েছে।
এলটিসি স্কিম নোটিফাই (LTC Scheme Notify): ২০২১-এর বাজেটে মোদী সরকার লিভ ট্রাভেল কনসেশন (LTC) ক্যাশ ভাউচার প্রকল্পের (LTC Cash voucher Scheme) বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। করোনার ভাইরাস মহামারির কারণে ভ্রমণের ক্ষেত্রে যাঁরা LTC করের সুবিধা নিতে পারেননি, তাঁদের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। হলিডে ট্র্যাভেল কনসেশন স্কিমের আওতাধীন লোকদেরকে কর ছাড় দিয়েছিল। এলটিসিতে এই শুল্ক ছাড়ের মেয়াদ ৩১ মার্চ ২০২১-এ শেষ হবে।
প্রি-ফিল্ড আইটিআর ফর্ম (Pre-field ITR form): এ বারের বাজেটে অর্থমন্ত্রী প্রি-ফিল্ড আইটিআর (Pre-field ITR)-এর উল্লেখ করেছিলেন। কর্মীদের সুবিধার্থে এবং আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার প্রক্রিয়াটিকে সহজ করার জন্য করদাতাদের ১ এপ্রিল ২০২১ থেকে প্রি-ফিল্ড আইটিআর ফর্ম (Pre-field ITR form) সরবরাহ করা হবে।