Advertisement

ইউটিলিটি

Kolkata Metro Rail Service: দোল, হোলিতে চলবে না প্রায় ৪০% মেট্রো, বদলাচ্ছে সময়সূচিও!

সুদীপ দে
  • কলকাতা,
  • 24 Mar 2021,
  • Updated 11:14 AM IST
  • 1/7

এ সপ্তাহের শেষেই দোলযাত্রা আর তার পরেই হোলি। এই উপলক্ষে বেশ কয়েকটি বাড়তি ট্রেন চালু হলেও ওই দু’দিন প্রায় ৪০ শতাংশ ট্রেন চলবে না কলকাতা মেট্রোয়। মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

  • 2/7

শুধু যে ট্রেন কম চলবে, তা নয়! দোলযাত্রা আর হোলি উপলক্ষে বদলে যাচ্ছে কলকাতা মেট্রো পরিষেবার সময়সীমাও। রবিবার, দোলযাত্রার দিন কলকাতা মেট্রোর পরিষেবা চালু হবে দুপুর ২টো ৩০ মিনিট থেকে।

  • 3/7

রবিবার, দোলযাত্রার দিন কলকাতা মেট্রো পরিষেবায় ১০৪টির পরিবর্তে মোট ৬০টি ট্রেন চলবে। সোমবার, হোলির দিনে চলবে ১৭৬টি ট্রেন, যেখানে এমনিতে সোম-মঙ্গলবারের মতো অফিস-ব্যাস্ততার দিনে ২৫২টি ট্রেন চলে।

  • 4/7

রবিবার, দোলযাত্রার দিন কলকাতা মেট্রো পরিষেবায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেন ছাড়বে দুপুর ২টো ৩০ মিনিটে। 

  • 5/7

রবিবার, দোলযাত্রার দিন দুপুর ২টো ৩০ মিনিটে দমদম থেকেও কবি সুভাষগামী একটি ট্রেন ছাড়বে ছাড়বে।

  • 6/7

সোমবার, হোলির দিনে ডাউন এবং আপে চলবে ৮৮টি ট্রেন। এর মধ্যে ১৭২টি ট্রেন চলবে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে।

  • 7/7

ওই দু’দিন কলকাতা মেট্রোয় শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, রাত ১০টা ৪৩ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা।

Advertisement
Advertisement