Advertisement

ইউটিলিটি

Toy Train Jungle Safari: আজ শিলিগুড়ি থেকে চালু হচ্ছে টয় ট্রেনের জঙ্গল সাফারি!

Aajtak Bangla
  • 30 Aug 2021,
  • Updated 11:21 AM IST
  • 1/7

করোনা মহামারির জন্য প্রায় মাস তিনেকেরও বেশি সময় বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। অবশেষে ২৫ অগাস্ট পর্যটকদের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয় এই পরিষেবা। 

  • 2/7

এর আগে ১৬ অগাস্ট দার্জিলিং থেকে ঘুমের মধ্যে টয় ট্রেন পরিষেবা শুরু হলেও দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা বন্ধই ছিল। ২৫ অগাস্ট থেকে দার্জিলিং-শিলিগুড়ির টয় ট্রেন পরিষেবাও চালু করে দেওয়া হয়।

  • 3/7

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পাহাড়ে ফের দেখা মিলতে শুরু করেছে পর্যটকদের। ফলে চালু হতে চলেছে এখানে ছুটে আসা পর্যটকদের মূল আকর্ষণ টয় ট্রেন। তাই সেই বিষয়টি মাথায় রেখে আজ থেকে চালু হচ্ছে টয় ট্রেনে জঙ্গল সাফারি।

  • 4/7

এই পরিষেবার ক্ষেত্রে অন্যতম আকর্ষণ ভিস্তাডোম কোচ। জঙ্গল সাফারির ভাড়া এমনিতে ৯৭০ টাকা রাখা হয়েছে। তবে মার্চ থেকে জুন এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টিতে (পিক সিজনে) এই ভাড়া ১২০০ টাকা ধার্য করা হয়েছে।

  • 5/7

গত ডিসেম্বরের শুরুতেই দার্জিলিং হিমালয়ান রেল টয় ট্রেনের ট্রায়াল রান সেরে নিয়েছিল। আজ থেকে প্রতিদিন দুপুর ২টো ৪৫ মিনিটে ট্রেন শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে রংটং পৌঁছবে বিকেল সাড়ে ৪টে নাগাদ।

  • 6/7

মাঝে ১৫ মিনিটের জন্য দাঁড়াবে সুকনা স্টেশনে। বিকেল ৪টে ৪০ মিনিটে রংটং থেকে ফের ট্রেনটি ছেড়ে শিলিগুড়ি জংশন এসে পৌঁছাবে সন্ধে ৬টা ৫ মিনিটে।

  • 7/7

শিলিগুড়ি জংশন থেকে রংটং যাওয়ার পথে মহানন্দা অভয়ারণ্যের সুন্দর বনভূমি, নানা ধরনের বন্যপ্রাণী দেখতে দেখতে ট্রেনে চেপে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে টয় ট্রেনের ভিস্তাডোম কোচে সৌন্দর্যও উপভোগ পারবেন পর্যটকরা।

Advertisement
Advertisement