Advertisement

ইউটিলিটি

13 MP ক্যামেরা এবং 5000 MAh ব্য়াটারি, Vivo-র নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Nov 2021,
  • Updated 1:45 PM IST
  • 1/6

নতুন বাজেট ফোন নিয়ে এল ভিভো ফোন। 13 MP ক্যামেরা এবং 5000 MAh এর ব্য়াটারির সঙ্গে Vivo এর নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ হল। 

 

  • 2/6

Vivo নিজেদের নয়া স্মার্টফোন Vivo Y15A লঞ্চ করেছে। আর আগে Vivo Y15s (2021) লঞ্চ করেছিল কোম্পানি। Vivo Y15A তে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, Helio P35 প্রোসেসর এবং ৫০০০ এমএআইচ ব্য়াটারি দেওয়া হয়েছে।

  • 3/6

Vivo Y15A এখন ফিলিপিন্স-এ লঞ্চ করা হয়েছে। মনে করা হচ্ছে যে কোম্পানি দ্রুত এটি ভারতীয় মার্কেটেও নিয়ে আসবে। Vivo Y15s আগে সিঙ্গাপুরে লঞ্চ করা হয়েছিল। সিঙ্গাপুরের পর ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছে ফোনটি।

  • 4/6

Vivo Y15A এর স্পেসিফিকেশন


Vivo Y15A এ 6.51-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এর মধ্যে HD+ রেজোলিউশনও দেওয়া হয়েছে। এর ফ্রন্টে সেলফি ক্যামেরার জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

  • 5/6

এই ফোনে রেয়ার ফটো নেওয়ার জন্য ১৩-মেগাপিক্সেল এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলেরে ডেপ্থ সেন্সরও দেওয়া হয়েছে। এই ফোনটি Android 11 বেসড FunTouch OS 11.1 তে চলে।

  • 6/6

Vivo Y15A তে Helio P35 প্রোসেসর দেওয়া হয়েছে। এতে 4GB রেম এর সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোন-এ 5,000mAh এর ব্যাটারি 10W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। 

Vivo Y15A এর দাম


Vivo Y15A এর দাম ফিলিপিন্স-এ PHP 7,999 প্রায় ১২ হাজার টাকা রাখা হয়েছে। এই ফোনটি ওয়াটার গ্রিন এবং মিস্টিক ব্লু কলর অপশন-এ মিলবে।

Advertisement
Advertisement