Advertisement

ইউটিলিটি

WBPSC Interview 2021: শুরু হচ্ছে রাজ্যের কৃষি বিপণন অফিসার পদে নিয়োগের ইন্টারভিউ! জানুন সবিস্তারে

সুদীপ দে
  • কলকাতা,
  • 09 May 2021,
  • Updated 12:52 PM IST
  • 1/9

রাজ্যের কৃষি বিপণন (এগ্রিকালচারাল মার্কেটিং) অফিসার পদে নিয়োগ চলছে। সম্প্রতি এই নিয়োগের দিন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

  • 2/9

আগামী ১০ মে থেকে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত চাকরিপ্রার্থীরা।

  • 3/9

রাজ্যের কৃষি বিপণন (এগ্রিকালচারাল মার্কেটিং) অফিসার পদে নিয়োগের ইন্টারভিউয়ের বিস্তারিত সূচি জানতে লগ ইন করতে হবে কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট pscwbapplication.in-এ।

  • 4/9

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৭ মে এবং ১৮ মে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত চাকরিপ্রার্থীদের।

  • 5/9

ইতিমধ্যেই নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর, ইন্টারভিউয়ের সময় জানিয়ে একটি তালিকা আপলোড করেছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

  • 6/9

ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করতে কমিশনের (WBPSC) অফিশিয়াল ওয়েবসাইট pscwbapplication.in-এ লগ ইন করে হোয়াটস নিউ সেকশন থেকে Schedule of interviews of recruitment সেগমেন্টে কৃষি বিপণন (এগ্রিকালচারাল মার্কেটিং) অফিসারে ক্লিক করুন।

  • 7/9

এখানে ১৪/১৯-এর তারিখ দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেখানেই ইন্টারভিউয়ের সময়সূচির পিডিএফ পাওয়া যাবে। এখান থেকে প্রিন্ট নিয়ে নিজের কাছে রেখে দিতে হবে প্রয়োজন মতো।

  • 8/9

পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১৭ মে এবং ১৮ মে ইন্টারভিউয়ের দিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ বেশ কয়েকজন প্রার্থীর রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। প্রথমার্ধের ইন্টারভিউ শুরু হবে সকাল ১১টায়।

  • 9/9

আগামী ১৭ মে দ্বিতীয়ার্ধে যাঁদের ইন্টারভিউ রয়েছে, তাঁদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে বেলা ১২টায়। দ্বিতীয়ার্ধে ইন্টারভিউ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ। আগামী ১০ মে থেকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত প্রার্থীরা নিজেদের ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

Advertisement
Advertisement