Advertisement

ইউটিলিটি

রাজ্যের অ্যানিম্যাল রিসোর্সেস দফতরে কর্মী নিয়োগ করছে WBPSC!

সুদীপ দে
  • 04 Jan 2021,
  • Updated 12:43 PM IST
  • 1/6

পশ্চিমবঙ্গ সরকারের অ্যানিমাল রিসোর্সসেস ডেভেলপমেন্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মী নিয়োগ করবে WBPSC। মোট শূন্যপদের সংখ্যা ১২টি, এর মধ্যে তপশিলি জাতিদের জন্য ৫টি, তপশিলি উপজাতিদের জন্য ১টি, ওবিসি-এ (এনএলসি) প্রার্থীদের জন্য ২টি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রয়েছে।

  • 2/6

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের দেশের যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচারের অথবা ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রির ডিগ্রি বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া রুরাল এরিয়া বা লাইভস্টক ফার্মে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। অ্যাগ্রিকালচার/ ভেটেরিনারি সায়েন্সের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে ভাল।

  • 3/6

আবেদনকারীর বয়স ও বেতন: আবেদনকারীর বয়স ১ জানুয়ারি, ২০২০ তারিখ পর্যন্ত ৪০ বছরের মধ্যে হতে হবে। এই পদের বেতন ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকা।

  • 4/6

প্রাথমিক আবেদনপত্র বাছাইয়ের মাধ্যমে পার্সোনালিটি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ইন্টারভিউয়ে সফল হতে সাধারণ, ওবিসি, তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের যথাক্রমে ৪০, ৩৮, ৩৫ ও ৩০ শতাংশ নম্বর পেতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে নম্বরে আরও ২ শতাংশ ছাড় পাওয়া যাবে।

  • 5/6

অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটর মাধ্যমে আবেদন জানাতে হবে ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে। আবেদনের ফি বাবদ প্রার্থীদের প্রার্থীদের ২১০ টাকা দিতে হবে। তবে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে এই ফি দিতে হবে না। 

  • 6/6

অনলাইনে ফি দেওয়া যাবে ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে।  অফলাইনেও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা থেকে ২ ফেব্রুয়ারির মধ্যে আবেদনের ফি জমা দেওয়া যাবে। অনলাইন এবং অপলাইন—সব ক্ষেত্রেই অতিরিক্ত কনভেনিয়েন্স ফি, জিএসটি বা ব্যাঙ্ক চার্জ দিতে হবে।

Advertisement
Advertisement