Advertisement

ইউটিলিটি

Milestone Colour Code: পথের ধারে নানা রঙের মাইলস্টোন! কোন রঙের মাইলস্টোন কীসের সঙ্কেত জানেন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2021,
  • Updated 5:03 PM IST
  • 1/9

গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার সময় রাস্তার পাশে মাইলস্টোন চোখে পড়েছে নিশ্চয়ই! খেয়াল করেছেন কি, এই মাইলস্টোন একেক জায়গায় একেক রঙের!

  • 2/9

কোথাও হলুদ, কোথাও সবুজ তো কোথাও আবার কালো রঙের মাইলস্টোন দেখা যায়। মাইলস্টোনের এই রং কিন্তু নির্দিষ্ট সঙ্কেত বহন করে, বেশ অর্থবহ সেগুলি।

  • 3/9

আসলে মাইলস্টোনের প্রতিটি রঙের মধ্যেই লুকিয়ে আছে কিছু না কিছু জরুরি তথ্য। চলুন জেনে নেওয়া যাক মাইলস্টোনের কোন রঙের কী মানে বা মাইলস্টোনের কোন রং কোন নির্দিষ্ট সঙ্কেত বহন করে...

  • 4/9

সাদা-হলুদ রঙের মাইলস্টোন: এই ধরনের মাইলস্টোন জাতীয় সড়কের উপরেই দেখা যায়। জাতীয় সড়কের পাশে নির্দিষ্ট দূরত্বে সাদা-হলুদ রঙের মাইলস্টোন। এই রাস্তার পাশে সাদা-হলুদ রঙের মাইলস্টোন দেখতে পাওয়ার অর্থ হল আপনি কোনও জাতীয় সড়ক ব্যবহার করছেন।

  • 5/9

দেশের একাধিক রাজ্য ও শহরের রাস্তা গিয়ে মিশেছে এই জাতীয় সড়কে। ২০২১ সালের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১,৫১,০১৯ কিলোমিটার পথ জাতীয় সড়কের আওতায় রয়েছে। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের।

  • 6/9

সাদা-কমলা রঙের মাইলস্টোন: কোথাও রাস্তার ধারে যদি সাদার উপর কমলা রং করা মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও গ্রামীণ সড়কে রয়েছেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় (PMGSY) পঞ্চায়েত এলাকায় এগুলিকে দেখতে পাওয়া যায়।

  • 7/9

শুধু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় (PMGSY) নয়, Jawahar Rozgar Yojna-র আওতায় গড়ে ওঠা রাস্তায় সাদার উপর কমলা রং করা মাইলস্টোন দেখা যায়। দেশজুড়ে প্রায় ৪ লক্ষ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা ও জওহর রোজগার যোজনার আওতায় রয়েছে।

  • 8/9

সাদা-কালো অথবা সাদা-নীল রঙের মাইলস্টোন: যদি কোথাও সাদা-কালো অথবা সাদা-নীল রঙের মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও বড় শহর বা জেলার অন্তর্গত বড় রাস্তা ব্যবহার করছেন।

  • 9/9

সাদা-সবুজ রঙের মাইলস্টোন: কোথাও রাস্তার ধারে যদি সাদার উপর সবুজ রং করা মাইলস্টোন দেখেন, তা হলে বুঝতে হবে আপনি কোনও রাজ্য সড়কে রয়েছেন। এই সড়কগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের।

Advertisement
Advertisement