Advertisement

ভাইরাল

১ হাজার কিলোর মাছ-৫০টি মুরগি এবং..., মেয়েকে গিফট বাবার

Aajtak Bangla
  • হায়দরাবাদ,
  • 20 Jul 2021,
  • Updated 4:39 PM IST
  • 1/6

তেলুগু সংস্কৃতি অনুযায়ী আষাঢ় একটি শুভ মাস। এই সময় নববধূরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকাকালীনই বিভিন্ন উপহার পেয়ে থাকেন। তাঁদের বাবা-মায়েদের তরফে শাড়ি, মিষ্টি সহ বিভিন্ন উপহার পাঠান হয়। তেমনই অন্ধ্রপ্রদেশের এক নববধূকে তাঁর বাবা যে উপহার পাঠিয়েছেন তা রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 
 

  • 2/6

রাজমঞ্জরির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিজের মেয়েকে ১০০০ কিলো মাছ, ১০০০ কিলো সবজি, ২৫০ কিলো ঝিঙে, ২৫০ কিলো মুদিখানার সামগ্রী, ২৫০ কিলো আচার, ২৫০ কিলো মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি খাসি পাঠিয়েছেন। ওই ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে পুদুচেরির ইয়ানা

  • 3/6

সম্প্রতি ইয়ানামের বিশিষ্ঠ এক ব্যবসায়ীর ছেলে পবন কুমারের সঙ্গে বিয়ে হয়েছে রাজমঞ্জরির বাসিন্দা বতুলা বলরাম কৃষ্ণের মেয়ে প্রত্যুষার।  
 

  • 4/6

প্রত্যুষার শ্বশুরবাড়িতে যখন ট্রাক বোঝাই করা এই সমস্ত উপহারসামগ্রী পৌঁছায় তখন তাঁরাও রীতিমতো অবাক হয়ে যান। 
 

  • 5/6

ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা শহরে। বলরাম কৃষ্ণের কাণ্ড দেখে সবাই কার্যত তাজ্জব। 
 

  • 6/6

এই বিপুল উপহার দেখে প্রত্যুষার শ্বশুরবাড়িতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। শুরু হয়েছে উৎসব ও খানাপিনার প্রস্তুতি।

Advertisement
Advertisement