Advertisement

ভাইরাল

সবাই বলতেন '৯ মাসের গর্ভবতী', চেকা-আপের পর চক্ষু চড়কগাছ তরুণীর

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 18 Aug 2021,
  • Updated 7:09 PM IST
  • 1/6

গল্পটা এক ১৯ বছরের তরুণীর। নিজের দেহের ওজন বৃদ্ধি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন তিনি। ওজন কমানোর জন্য ডায়েট ও ওয়ার্কআউটও শুরু করেন ওই তরুণী। কিন্তু সফলতা আসেনি। এরপর তিনি চিকিৎসকের কাছে যান। চেক-আপের পর চক্ষু চড়কগাছ তরুণীর। 
 

  • 2/6

ব্রিটেনে বসবাসকারী ওই তরুণীর নাম অবি চাডউইক। তাঁর পেটের চারপাশে বাড়তে থাকে ওজন। যার জেরে তাঁকে ৯ মাসের গর্ভবতী বলেও রসিকতা করতেন কেউ কেউ ।

  • 3/6

অনেক চেষ্টার পরেও যখন তাঁর পেটের ওজন কমল না তখন চিকিৎসকের কাছে যান তিনি। চেক-আপের পর জানা যায় তাঁর পাকস্থলীতে প্রায় ফুটবলের আকারের একটি সিস্ট রয়েছে। সেই কারণেই ফোলা তাঁর পেট। 

  • 4/6

চিকিৎসক জানান পেটে সিস্টের কারণেই ফুলে গিয়েছে তাঁর পেট। এরপরেই হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে ওই সিস্ট বাদ দেন তরুণী। 
 

  • 5/6

মিরর নিউজকে ওই তরুণী জানান, যখন তাঁর পেটে সিস্টটি ছিল তখন তা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি রাস্তায় বেরোলে সবাই তাকে ৯ মাসের গর্ভবতী বলতেন। তারপর চিকিৎসক জানান যে তাঁর পেটে সিস্ট রয়েছে। 

  • 6/6

তরুণী আরও জানান, প্রথমে চিকিৎসক ভেবেছিলেন কিডনিতে পাথরের কারণে তাঁর পেটে ব্যাথা হচ্ছে। তবে পরীক্ষার জানা যায় পেটে সিস্ট রয়েছে। তবে অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রয়েছেন ওই তরুণী। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement