Advertisement

ভাইরাল

মহিলার ব্রা-তে লুকিয়ে ছিল টিকটিকি! তারপর যা হল...

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Sep 2021,
  • Updated 9:58 PM IST
  • 1/5

দীর্ঘ ৪ হাজার মাইল অতিক্রম করেছেন মহিলা। ভাবনেও পারেননি তাঁর অন্তর্বাসে কী লুকিয়ে রয়েছে, পেশায় একজন বিউটিশিয়ান লিসা রাসেল পরে যখন দেখলেই তখন কার্যত ঘাবড়ে যান তিনি। কারণ তাঁর ব্রায়ের মধ্যে ছিল আস্ত একটা টিকটিকি। 
 

  • 2/5

মহিলা বাড়িতে পৌঁছানোর পরে সুটকেসে রাখা একটি ব্রা'তে দেখেন টিকটিকি রয়েছে। প্রথমে তিনি ভেবেছিলেন টিকটিকিটি মরে গিয়েছে। কিন্তু পরে দেখলেন টিকটিকিটি জীবিত রয়েছে।

  • 3/5

মহিলা জানান, আমি সোমবার রাতে রওনা দিয়েছিলাম। কিন্তু সুটকেস আমি তার একদিন আগেই প্যাক করে রেখেছিলাম। মঙ্গলবার পৌঁছানোর পরে সুটকেস খুলি।

  • 4/5

মহিলা জানান, ওই ব্রা টি সুটকেসে ছিল। তিনি সেটা পরেননি। কিন্তু পরে সেটি ধরতেই টিকটিকিটি লাফিয়ে ওঠে। 

  • 5/5

মহিলার চিৎকার শুনে তাঁর স্বামীও ছুটে আসেন। কিন্তু পরে দেখা যায় তাঁর স্ত্রী টিকটিকির ভয়ে ঘরে লাফালাফি শুরু করেছেন।

Advertisement
Advertisement