Advertisement

ভাইরাল

বিমার ২৪ কোটি টাকা পেতে রেললাইনে শুয়ে দুপা কাটালেন ব্যক্তি, কিন্তু...

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Nov 2021,
  • Updated 12:54 PM IST
  • 1/10

বিমার টাকা নিজের উপরেই দুর্ঘটনা ঘটালেন এক ব্যক্তি। কিন্তু শেষে ধরা পড়তেই টাকা তো পেলেন না। সেই সঙ্গে হারালেন নিজের দুই পা-ও। 

  • 2/10

ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে ঘটনার হাঙ্গেরির। স্যান্ডর সিএস নামে এক ব্যক্তির কয়েক বছর আগে দুর্ঘটনা হয়।

  • 3/10

তাঁর দাবি ছিল, কাঁচের টুকরো হোঁচট খেয়ে তিনি রেললাইনে পড়ে যান। তার উপর দিয়ে তখন একটি ট্রেন চলে যায়। সেখানে নিজের দু পা হারান তিনি। 
 

  • 4/10

দুর্ঘটনার মাত্র কয়েকদিন আগেই তিনি বিমা করিয়েছিলেন। সেই টাকার মোট পরিমাণ প্রায় ২৪ কোটি।

  • 5/10

কিন্তু স্যান্ডরের কথাবার্তা দেখে সন্দেহ হয় বিমা কোম্পানিগুলির। তারা টাকা দিতে অস্বীকার করে।

  • 6/10

শেষে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয় স্যান্ডর। সেখানে বিমা কোম্পানিগুলি দাবি করে, স্যান্ডর ইচ্ছাকৃত ভাবে রেললাইনে শুয়ে পড়েছিলেন। 

  • 7/10

সংস্থাগুলির দাবি ছিল, স্যান্ডর বিমার টাকা পেতে চেয়েছিলেন। তাই তিনি ইচ্ছাকৃত ভাবে রেল লাইনে দুর্ঘটনা ঘটান।

  • 8/10

ওই দুর্ঘটনার ফলে স্যান্ডরের দু পা বাদ চলে যায়। বর্তমানে হুইলচেয়ার যাতায়াত করেন তিনি।

  • 9/10

সেই মামলা ৭ বছর ধরে চলে। শেষে আদালত বিমা সংস্থাগুলির পক্ষে রায়দান করেন।

  • 10/10

এর জেরেই বিপাকে পড়েছেন স্যান্ডর। বিমার টাকা লোভে গিয়ে নিজের দু পা-ও হারালেন তিনি। 

Advertisement
Advertisement