Advertisement

ভাইরাল

Fish in Desert : মরুভূমিতে মাছ? টিকে থাকার ক্ষমতা দেখে চমকে গেলেন বিজ্ঞানীরা

Aajtak Bangla
  • সিডনি,
  • 31 Jan 2022,
  • Updated 7:22 PM IST
  • 1/9

Fish in Desert: মাছ মানেই জল। জল ছাড়া মাছ বাঁচে না- এই প্রবাদ আমরা প্রায় সকলেই জানি। জলের বদলে যদি বলি মরুভূমি, তা হলে শুনতে বেশ খটমট লাগবে। 

আরও পড়ুন: IT Return নিয়ে দু'টি বড় সিদ্ধান্ত, লাভ হবে করদাতাদের

  • 2/9

তবে এমন একটা মাছ রয়েছে যা মরুভূমি থাকার জন্য বেশ বিখ্যাত। এই মাছ অস্ট্রেলিয়ার মরুভূমির পরিষ্কার জলে থাকে। যে পরিস্থিতির মধ্যে এই মাছ টিকে থাকে, তা আর কোনও জলজ জীবের পক্ষে সম্ভব কিনা, সেটা সত্য়িই ভাববার। 

আরও পড়ুন: Omicron ঠেকাতে তৎপর রাজ্য, একগুচ্ছ পরিকল্পনা

  • 3/9

তবে সেটি টিকে থাকতে শিখে গিয়েছে। এই মাছের নাম ডেজার্ট রেনবো ফিশ (Desert Rainbow Fish)। এর বিজ্ঞানসম্মত নাম মেলোনোটেনিয়া স্প্লেনডিডা টাটেই। 

আরও পড়ুন: UPSC Civil Services 2020 : সফল প্রার্থীরা কী করে প্রস্তুতি নিয়েছিলেন, জানুন

  • 4/9

কী করে সেটি সেখানে থাকতে পারে, সে ব্য়াপারে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। সেখানে তো এত গরম। তারপরও সেটি ওখানে কীভাবে বেঁচে থাকে, তা দেখতে চেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: কলকাতা ফিল্ম ফেস্টিভ্য়ালে থাকছে তাঁর সিনেমা, কেন এখনও অটুট কলকাতার গদার-প্রেম

  • 5/9

মধ্য অস্ট্রেলিয়ার একটা এলাকায় সেগুলির বাস। সেখানে বছর কয়েক বৃষ্টি হয়নি। এই এলাকা প্রায় ৩ হাজার কিলোমিটার লম্বা-চওড়া। সেখানে অল্প সংখ্যক মানুষের বসবাস।

আরও পড়ুন: মোবাইলে চার্জ শেষ? যাতাযাতের সময় মেট্রোই দেবে পাওয়ার ব্য়াঙ্ক

  • 6/9

জল নেই বলে মানুষ থাকতে পারে না বললেই চলে। এই এলাকার কোনও কোনও জায়গায় খাবার জলের স্রোত রয়েছে। যা খুবই ছোট। প্রবল গরমে সেই জলে থাকা মোটেই সহজ নয়।

আরও পড়ুন: ব্রণ মামুলি নয়, হতে পারে বড়সড় অসুস্থতার লক্ষণ, কী ধরনের অসুখ?

  • 7/9

ডেজার্ট রেনবো ফিশ পাঁচ ইঞ্চি লম্বা। এরা প্রবল গরম মরুভূমিতে থাকা আয়ত্ত নিয়েছে। ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুসিয়ানো বেরেগেরে এবং তাঁর দল ডেজার্ট রেনবো ফিশের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছেন। 

 

  • 8/9

অস্ট্রেলিয়ার ১৮টি এলাকায় পাওয়া যায় ডেজার্ট রেনবো ফিশ। সেগুলির জেনেটিক্সের তুলনা করা হয়েছে। ইভুলিউশন নামে পত্রিকায় তাঁদের লেখা প্রকাশিত হয়েছে। জেনেটিক্সের হিসেবে ডেজার্ট রেনবো ফিশে ৮টি এমন জিন রয়েছে, যা তাদের প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে।

  • 9/9

১৮টি আলাদা আলাদা জায়গায় এই গবেষণা চালানো হয়েছিল। তবে এই জায়গাগুলো একে অপরের থেকে বহু দূরে ছিল। এমন নয় যে মাছগুলো একসঙ্গে রয়েছে। তবে সেগুলির শারীরিক পরিবর্তন একসঙ্গে হয়েছিল তেমনও বলা যাচ্ছে না। 

Advertisement
Advertisement