Advertisement

ভাইরাল

'গেটে কালো রং কেন?' ড্রাইভারকে মারধরে Viral সেই যুবতীর নয়া ভিডিও

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 06 Aug 2021,
  • Updated 9:36 AM IST
  • 1/7

উত্তরপ্রদেশের লখনউতে  ক্যাব চালককে হেনস্থাকাণ্ডে ভাইরাল প্রিয়দর্শিনী যাদবের আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। এই ভিডিওতে, তাকে তাঁর প্রতিবেশীদের সাথে ঝগড়া করতে দেখা গিয়েছে।
 

  • 2/7

এই ভিডিওটি বেশ পুরনো। সেখানে প্রতিবেশীর গেটের রং নিয়ে ঝগড়া করলেন প্রিয়দর্শিনী। ভিডিওটিতে পুলিশকে দেখা যাচ্ছে। পুলিশ তাঁকে বোঝানোর চেষ্টা করছে। 

  • 3/7

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে প্রতিবেশী গেটে কালো রং করেছে। তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রিয়দর্শিনী। তার দাবি, এই এলাকায় আন্তর্জাতিক ড্রোন ওড়ে। এর ফলে ওই এলাকায় সমস্যা হতে পারে। যা শুনে হাসাহাসি শুরু করেন আশেপাশের লোকজন। 

  • 4/7

প্রিয়দর্শিনী যাদব বলেন, 'ওঁরা (প্রতিবেশীরা) আমাকে গালিগালাজ করছিল, অন্যান্য লোকজনকে ডাকা হয়েছিল, আমাকে লাঠি দিয়ে মারার হুমকি দেওয়া হয়েছিল।' প্রিয়দর্শিনী যাদব পুলিশকর্মীকে জিজ্ঞেস করলেন, তিনি কি ঘর কালো করতে পারেন? এই বিষয়ে পুলিশ বলছে যে না, না ... আপনি কালো রং লাগাতে পারবেন না।

  • 5/7

লখনৌতে এক ক্যাব ড্রাইভারকে ব্যস্ত সড়কেই ব্যাপক মারধর করেন প্রিয়দর্শিনী। তখন ওই রাস্তার সিসিটিভি ফুটেজ সামনে আসে। যেখানে দেখা যায় গাড়ি চালকের কোনও দোষই নেই। 
 

  • 6/7

পরে পুলিশ ওই মহিলার নামে এফআইআর দায়ের করে। যদিও ওই মহিলার দাবি, আমি আমার নিরাপত্তার জন্য ওই যুবকের গায়ে হাত তুলেছি।

  • 7/7

পরে ওই মহিলার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদের ঝড় ওঠে। প্রিয়দর্শিনীর কড়া শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা। 

Advertisement
Advertisement