Advertisement

ভাইরাল

PHOTOS: ১৬ ঘণ্টা একটানা স্নান মহিলার, তারপর যা হল...

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 May 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/5

ব্রিটেনের ডেনা নামের এক মহিলা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন। কারণ, তাঁর স্নান। ডেনা টানা ১৬ ঘণ্টা স্নান করেন। আর তার জেরেই পড়েন বিপত্তিতে। 

  • 2/5

আসলে স্নান সেরে ওঠার পর তাঁর পায়ের এই অবস্থা হয়।  যার ভিডিও তিনি টিকটকে শেয়ার করেন। ৩ লাখেরও বেশি মানুষ এই ভিডিও দেখেছেন। 

  • 3/5

নিজের পায়ের এই অবস্থা দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন ডেনা। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, নিজের পায়ের এই অবস্থা দেখে তিনি নার্ভাস। এর থেকে কীভাবে স্বাভাবিক অবস্থায় ফেরা যায়, তা নিয়ে নেটিজেনদের কাছ থেকে মতামত চান তিনি। 

  • 4/5

তবে ১৬ ঘণ্টা টানা জলে কীভাবে থাকলেন, সেই বিষয়টি স্পষ্ট করেননি ডেনা। নেটিজেনদের অনেকেই ডেনার থেকে জানতে চান, কীভাবে ১৬ ঘণ্টা তিনি জলে থাকলেন? এতক্ষণ জলে থাকা কি আদৌ সম্ভব? 

  • 5/5

নেটিজেনদের এই প্রশ্নের উত্তর দেননি ডেনা। চিকিৎসকদের একাংশের মতে, এত ঘণ্টা জলে থাকলে শরীরে রক্ত চলাচলে প্রভাব পড়তে পারে। হতে পারে আরও নানা রোগও।  

Advertisement
Advertisement