Advertisement

ভাইরাল

প্রাক্তন প্রেমিক ফিরতে মরিয়া, যুবতীর শর্ত, 'কথা বলব, সপ্তাহে ২২ হাজার টাকা লাগবে'

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Sep 2021,
  • Updated 4:28 PM IST
  • 1/6

প্রাক্তন প্রেমিক ফিরে আসতে চাইছেন। কিন্তু কোনওমতেই তাঁর সঙ্গে ফের সম্পর্কে যেতে নারাজ যুবতী। শেষে শুধুমাত্র প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলতে যুবতী এমন শর্ত রেখেছেন যা শুনে হতবাক সকলে। 

  • 2/6

ওই যুবতী মিসৌরির বাসিন্দা। কয়েক মাস আগে বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ ঘটান তিনি। যুবতী জানান, তাঁর বয়ফ্রেন্ড অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। সেটা জানার পরে তিনি ব্রেক আপ করেন।

  • 3/6

কিন্তু এখন তাঁর পুরনো বয়ফ্রেন্ড ফিরে আসতে চাইছে। প্রতিদিন মেসেজ ও ফোন। প্রথমে ওই যুবতী কিছুতেই পাত্তা দিতে চাননি তাঁর প্রাক্তন প্রেমিককে। শেষে তিনি এক সিদ্ধান্ত নিয়ে বসেন। 

  • 4/6

আপাতত প্রাক্তন প্রেমিকার সঙ্গে কথা বলতে বড় খেসারত দিতে হচ্ছে যুবককে। ওই যুবতী তাঁর প্রাক্তন প্রেমিককে জানিয়েছেন, শুধুমাত্র কথা বলতে গেলে ৩০০ ডলার দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় ২১,৯০৮ অর্থাৎ প্রায় ২২ হাজারা টাকা সপ্তাহে দিতে হচ্ছে ওই যুবককে।

  • 5/6

গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবতী।  সেই সঙ্গে তিনি জানিয়েছেন, এই কাজে তিনি মোটেও অনুতপ্ত নন। কারণ, তাঁর প্রাক্তন প্রেমিক দিনের পর দিন ঠকিয়েছেন তাঁকে।

  • 6/6

তবে এই টাকা দেওয়ার ক্ষেত্রে যে কোনওরকম জোর করা হচ্ছে না, সেটাও জানিয়ে দিয়েছেন ওই মহিলা। তিনি বলেছেন বয়ফ্রেন্ড সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন।
 

Advertisement
Advertisement