পেট্রোলের দাম প্রতি দিনই হু হু করে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের মূল্যও। কলকাতায় পেট্রল এখনও একশো ছুঁইছুঁই হলেও, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ারে পেট্রোল শনিবারই সেঞ্চুরি করেছে।
প্রসঙ্গত দেশের একাধিক রাজ্যে পেট্রোলের দাম ১০০ পার করে ফেলেছে। তবে রাজ্যের সব শহরে একভাবে দাম বাড়ছে না। কোথাও অস্বাভাবিকভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।
কলকাতা পেট্রোলের দাম প্রায় ১০০ হতে আর এক পয়সার জন্য আটকে আছে। সেঞ্চুরির আগে নার্ভাস নাইনটিনাইনে আটকে আছে কলকাতার পেট্রোলের দাম। তার দাম এখন ৯৯ টাকা ৯৯ পয়সা।
কিন্তু সবাইকে চমকে দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে পেট্রোলের দাম একশো ছুঁয়ে ফেলেছে। দু জেলাতেই পেট্রলপাম্পের স্কোরবোর্ড বলছে সেঞ্চুরি ওভার।
দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ আগেই পার হয়ে গিয়েছে। মুম্বই, লাদাখ, কাশ্মীর, রাজস্থান, ভূপাল সহ একাধিক মেট্রো শহরে পেট্রোল সেঞ্চুরি করে বসে আছে।
তবে শুধু পেট্রোল-ডিজেল নয়, রান্নার গ্যাসের দাম বাড়ছে। দু'দিন আগেই রান্নার গ্যাসের দাম বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।
নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মুদিখানার জিনিসের দাম, আলু-পিঁয়াজের দাম বাড়ছে চড়চড়িয়ে। ফলে কোনদিকে রেহাই পাবেন সাধারণ মানুষ তা বুঝে উঠতে পারছেন না।
বড় শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি ছিল রিবা শহরের পেট্রোলের দাম। সেখানে প্রায় ১০৯ টাকা পার করেছে পেট্রোল। তারপরই রয়েছে ভোপালের পেট্রোল এর দাম। সেখানে পেট্রোলের দাম ছিল ১০৭.৪৩ টাকা।
এরপর রয়েছে জয়পুর, ১০৫.৯০ টাকা। এ ছাড়া বেঙ্গালুরু-চেন্নাই-মুম্বই মোটামুটি স্থায়ীভাবে অবস্থান করছে একশোর উপরে।
একমাত্র দিল্লি এবং কলকাতা একশোর সামান্য নীচে থাকলেও আরেকটু দাম বাড়লেই তাঁরাও সেঞ্চুরি মার্ক ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে।
দার্জিলিংয়ে এদিন পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে আলিপুরদুয়ারের পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ১০ পয়সা।
সকলেই এখন শুধু করজোড়ে প্রার্থনা করছেন, পেট্রোলের দাম কমবে কবে, আদৌ কমবে কিনা, না কি এই দামেই পেট্রোল কিনতে হবে, তা নিয়েই রাতের ঘুম উড়েছে দেশবাসীর।