Advertisement

উত্তরবঙ্গ

কলকাতাকে ছাপিয়ে পেট্রলে সেঞ্চুরি দার্জিলিং, আলিপুরদুয়ারের

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 03 Jul 2021,
  • Updated 6:45 PM IST
  • 1/12

পেট্রোলের দাম প্রতি দিনই হু হু করে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের মূল্যও। কলকাতায় পেট্রল এখনও একশো ছুঁইছুঁই হলেও, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ারে পেট্রোল শনিবারই সেঞ্চুরি করেছে।

  • 2/12

প্রসঙ্গত দেশের একাধিক রাজ্যে পেট্রোলের দাম ১০০ পার করে ফেলেছে। তবে রাজ্যের সব শহরে একভাবে দাম বাড়ছে না। কোথাও অস্বাভাবিকভাবে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।

  • 3/12

কলকাতা পেট্রোলের দাম প্রায় ১০০ হতে আর এক পয়সার জন্য আটকে আছে। সেঞ্চুরির আগে নার্ভাস নাইনটিনাইনে আটকে আছে কলকাতার পেট্রোলের দাম। তার দাম এখন ৯৯ টাকা ৯৯ পয়সা। 

  • 4/12

কিন্তু সবাইকে চমকে দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে পেট্রোলের দাম একশো ছুঁয়ে ফেলেছে। দু জেলাতেই পেট্রলপাম্পের স্কোরবোর্ড বলছে সেঞ্চুরি ওভার।

  • 5/12

দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই পেট্রোলের দাম ১০০ আগেই পার হয়ে গিয়েছে। মুম্বই, লাদাখ, কাশ্মীর, রাজস্থান, ভূপাল সহ একাধিক মেট্রো শহরে পেট্রোল সেঞ্চুরি করে বসে আছে।

  • 6/12

তবে শুধু পেট্রোল-ডিজেল নয়, রান্নার গ্যাসের দাম বাড়ছে। দু'দিন আগেই রান্নার গ্যাসের দাম বেড়েছে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।

  • 7/12

নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মুদিখানার জিনিসের দাম, আলু-পিঁয়াজের দাম বাড়ছে চড়চড়িয়ে। ফলে কোনদিকে রেহাই পাবেন সাধারণ মানুষ তা বুঝে উঠতে পারছেন না।

  • 8/12

বড় শহরগুলির মধ্যে সবচেয়ে বেশি ছিল রিবা শহরের পেট্রোলের দাম। সেখানে প্রায় ১০৯ টাকা পার করেছে পেট্রোল। তারপরই রয়েছে ভোপালের পেট্রোল এর দাম। সেখানে পেট্রোলের দাম ছিল ১০৭.৪৩ টাকা।

  • 9/12

এরপর রয়েছে জয়পুর, ১০৫.৯০ টাকা। এ ছাড়া বেঙ্গালুরু-চেন্নাই-মুম্বই মোটামুটি স্থায়ীভাবে অবস্থান করছে একশোর উপরে।

  • 10/12

একমাত্র দিল্লি এবং কলকাতা একশোর সামান্য নীচে থাকলেও আরেকটু দাম বাড়লেই তাঁরাও সেঞ্চুরি মার্ক ছুঁয়ে ফেলবে বলে মনে করা হচ্ছে।

  • 11/12

দার্জিলিংয়ে এদিন পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ৪৮ পয়সা। অন্যদিকে আলিপুরদুয়ারের পেট্রোলের দাম ছিল ১০০ টাকা ১০ পয়সা।

  • 12/12

সকলেই এখন শুধু করজোড়ে প্রার্থনা করছেন, পেট্রোলের দাম কমবে কবে, আদৌ কমবে কিনা, না কি এই দামেই পেট্রোল কিনতে হবে, তা নিয়েই রাতের ঘুম উড়েছে দেশবাসীর।

Advertisement
Advertisement