Advertisement

উত্তরবঙ্গ

করোনার জেরে স্নাতকোত্তরে প্রথম বর্ষের ফি মকুব করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

মিল্টন পাল
  • মালদা,
  • 04 Sep 2021,
  • Updated 4:46 PM IST
  • 1/5

করোনা পরিস্থিতিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে  পোস্ট গ্রাজুয়েট প্রথমবর্ষের ভর্তির আবেদন পত্রের ফি মুকুব করেছে কর্তৃপক্ষ। এবার সমস্ত কলেজগুলির প্রথম বর্ষে ভর্তির আবেদন পত্র বিনামূল্যে দেওয়া হয়েছে পড়ুয়াদের।
 

  • 2/5

এমনকী করোনা পরিস্থিতিতে কলেজগুলিতে ভিড় এড়াতে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনে চলছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ কলেজে চলছে ভর্তির প্রক্রিয়া। আবেদনপত্র জমা দেওয়া শেষ হয়েছে। কলেজগুলিতে এখন অনার্স ও পাস কোর্সের ভর্তির প্রক্রিয়া চলছে।

  • 3/5

মেধা তালিকা প্রকাশের মাধ্যমে কাউন্সিলিং ওরে পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। ভর্তির সম্পন্ন প্রক্রিয়ায় চলছে অনলাইনে। করোনা পরিস্থিতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে অনলাইন প্রক্রিয়ায় ভর্তি হওয়ায় খুশি পড়ুয়া থেকে অভিভাবকেরা।

  • 4/5

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আধিকারিক রাজীব পূততুন্ড জানান, ১ সেপ্টেম্বর থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ভর্তি আবেদন পত্র অনলাইনের মাধ্যমে জমা নেওয়া শুরু হয়েছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । ২১ সেপ্টেম্বর মধ্যেই কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

 

  • 5/5

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ২৩ টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। ১ হাজার ৬০০ সিট রয়েছে। আবেদনের মধ্যে ৮০ টি সিট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা প্রথমে পাবে। ২০ শতাংশ অন্যান্য বহিরাগত ছাত্রছাত্রীরা সুযোগ পাবে। রাজ্য সরকার এই বছর পোস্ট গ্রাজুয়েট এর জন্য আবেদনপত্রের কোনরকম ফি লাগবে না। ফি মকুব করেছে।

Advertisement
Advertisement