উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বৃষ্টি শুরু হয়েছে। মাঝের দাবদাহ কবেই উধাও। আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদায়।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে,
রাজ্যের বাইরে হলেও দুটি নিম্নচাপের প্রভাবে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। গোটা রাজ্যেই সপ্তাহভর বৃষ্টি হবে এই কারণেই।
বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। গোটা সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এলাকায় পাহাড়ে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে।
তবে বৃষ্টি হলেও নদীগুলিতে তেমন জলস্ফীতির সম্ভাবনা নেই। কারণ সিকিম ও ভুটান পাহাড়ে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। ফলে বন্যার আশঙ্কা কম।